প্রথম ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে খেলেছেন ২৯ বলে ৬৩ রানের ইনিংস। চার মারা সম্ভবত ক্লাসেনের খুব একটা পছন্দ নয়, তাই হয়তো মারেননি! কিন্তু ক্লাসেন সেই ইনিংসে ছক্কা মেরেছিলেন ৮টি। এরপর গতকাল মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে ৩৪ বলে করেছেন অপরাজিত ৮০ রান। গতকাল অবশ্য ৪টি চার মেরেছেন। কিন্তু ছক্কা মেরেছেন ৭টি। ক্লাসেনের ধ্বংসযজ্ঞ যে চলতি বছরে শুধু আইপিএলেই চলেছে তা নয়। টি–টোয়েন্টিতে চলছে তা বছরজুড়েই। ২০২৪ সালের মার্চ মাস যেতে না যেতেই সব ধরনের টি-টোয়েন্টিতে মেরেছেন ৫০টির বেশি ছক্কা, যা এখন পর্যন্ত সর্বোচ্চ।

এখন পর্যন্ত ক্লাসেন ছক্কা মেরেছেন ৫৩টি। ছক্কার ‘ফিফটি’ পূরণ করতে ক্লাসেনের লেগেছে মাত্র ১৬ ইনিংস। এ সময়ে তিনি ব্যাটিং করেছেন ২১০.১৭ স্ট্রাইক রেটে। ২০২৩ সালে মার্চের পর, ক্লাসেন ইনিংস খেলেছেন ৪৮টি। যেখানে ৫ বা এর চেয়ে বেশি ছক্কা মেরেছেন ১০টি ইনিংসে। অন্য কোনো ব্যাটসম্যান ছয়বারের বেশি পারেননি।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews