অপ্রত্যাশিত বিপদ থেকে রক্ষা পেতে ফোনেই থাকুক আপনার ‘লাইফ সেভার’বর্তমান যুগে স্মার্টফোন শুধু যোগাযোগের মাধ্যম নয়, বরং জরুরি মুহূর্তে জীবন বাঁচানোর এক গুরুত্বপূর্ণ হাতিয়ার।
দক্ষিণ কোরিয়ার প্রযুক্তিবিশ্লেষক ও টেক ব্লগারদের মতে, অ্যান্ড্রয়েড ফোনে কয়েকটি বিশেষ ফিচার অবশ্যই সক্রিয় রাখা উচিত যা বিপদসংকেত পাঠানো থেকে শুরু করে জরুরি পরিষেবার সঙ্গে যোগাযোগ পর্যন্ত দ্রুত সম্ভব করে।
১. Emergency SOS
২. Medical ID ও Emergency Contacts
৩. Crash Detection (গাড়ি দুর্ঘটনা শনাক্তকরণ)
৪. Emergency Location Service (ELS)
৫. Safety Check ও Emergency Sharing
স্মার্টফোনের এই জরুরি ফিচারগুলো ব্যবহার করা মানে শুধু প্রযুক্তির সুবিধা গ্রহণ নয়, বরং নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা। অপ্রত্যাশিত বিপদে দ্রুত সাহায্য পেতে এসব ফিচার একদিন আপনার জীবনের গুরুত্বপূর্ণ সুরক্ষা বলয় হিসেবে কাজ করবে।
তাই এখনই সময় আপনার ফোনের Settings-এ গিয়ে এই ফিচারগুলো চালু করে রাখুন এবং নিরাপদ থাকুন।