একজন খ্যাতনামা হৃদরোগ বিশেষজ্ঞ জানিয়েছেন, একটি সাধারণ রক্ত পরীক্ষা ভবিষ্যতে হৃদরোগ বা হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেক আগেই শনাক্ত করতে পারে—এমনকি উপসর্গ দেখা দেওয়ার আগেই। এই পরীক্ষায় রক্তে থাকা কিছু নির্দিষ্ট উপাদান যেমন হাই-সেন্সিটিভ সি-রিঅ্যাকটিভ প্রোটিন (hs-CRP), কোলেস্টেরল লেভেল এবং ইনফ্ল্যামেশনের সূচকগুলো বিশ্লেষণ করে আগাম সতর্কতা পাওয়া সম্ভব।

ডা. এলিজাবেথ ক্লোডাস, একজন অভিজ্ঞ কার্ডিওলজিস্ট, বলেন, “এটি শুধুমাত্র রোগ নির্ণয়ের জন্য নয়—রোগ পূর্বাভাস ও প্রতিরোধের জন্য।” তিনি আরও জানান, রক্ত পরীক্ষার মাধ্যমে ঝুঁকি শনাক্ত করা গেলে জীবনযাত্রায় পরিবর্তন এনে এবং ওষুধের মাধ্যমে হৃদরোগ প্রতিরোধ করা সম্ভব।

বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন, যাদের পরিবারে হৃদরোগের ইতিহাস রয়েছে অথবা যারা উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস কিংবা উচ্চ কোলেস্টেরলে ভুগছেন—তাদের অবশ্যই এই ধরনের রক্ত পরীক্ষা করানো উচিত।

এই আবিষ্কার হৃদরোগ প্রতিরোধে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে, যা উপসর্গ দেখা দেওয়ার আগেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুযোগ করে দেয়।

https://www.hindustantimes.com/



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews