শিক্ষা মন্ত্রণালয়ের শাস্তিমূলক আদেশে ফেনী সরকারি কলেজের চার শিক্ষককে অন্যত্র বদলি করা হয়েছে। এ ঘটনায় কলেজজুড়ে শিক্ষক-কর্মচারীদের মধ্যে অস্থিরতা দেখা দিয়েছে।

নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, বদলির তালিকায় অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক ও প্রভাষক পর্যায়ের আরো আটজন শিক্ষকের নাম রয়েছে।

এদিকে শিক্ষক সঙ্কটে ভুগতে থাকা ফেনী সরকারি কলেজের শিক্ষার্থী, অভিভাবক ও সচেতন মহলে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, মঙ্গলবার (১৯ আগস্ট) হঠাৎ করে শিক্ষা মন্ত্রণালয় থেকে চার শিক্ষককে শাস্তিমূলক বদলির আদেশ হয়। এদের মধ্যে দর্শনের সহকারী অধ্যাপক হানিফ মিয়াকে সিলেটের বিয়ানীবাজার সরকারি কলেজ, উদ্ভিদ বিজ্ঞানের সহকারী অধ্যাপক আহমদ আলীকে কিশোরগঞ্জ সরকারি মহিলা কলেজ, অর্থনীতির প্রভাষক ইশতিয়াক উদ্দিনকে মাগুরা হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও ইসলামের ইতিহাস ও সংস্কৃতির প্রভাষক মনজুরুল হাসানকে পটুয়াখালীর বাউফল সরকারি কলেজে বদলি করা হয়। বিষয়টি জানাজানি হলে বদলি হওয়া শিক্ষকরা গতকাল বুধবার শিক্ষা মন্ত্রনালয়য়ের সংশ্লিষ্ট দফতরে যান।

নির্ভরযোগ্য সূত্র আরো জানায়, শুধু এ চারজন শিক্ষকই নন, বদলির তালিকার ফেনী কলেজের আরো আটজন শিক্ষকের নাম রয়েছে।

সূত্র আরো জানায়, গত বছরের ৫ আগস্ট গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে নানা চেষ্টা-তদবীর করেও আওয়ামী সম্পৃক্ততার কারণে ফেনী কলেজে অধ্যক্ষ হতে পারেননি সাবেক এক শিক্ষক। চলতি বছর শিক্ষক পরিষদ নির্বাচনে তার সমর্থিত প্যানেলের ভরাডুবি হওয়ায় কয়েকজন শিক্ষকের উপর ভয়াবহ ক্ষোভের বহি:প্রকাশ বলে মনে করছেন ভুক্তভোগী শিক্ষকরা। শিক্ষকদের হয়রানিমূলক বদলির পেছনে সদ্য পদোন্নতি পেয়ে অধ্যক্ষ হওয়া কলেজের সাবেক ওই বিভাগীয় প্রধানের ইন্ধন রয়েছে।

এ ব্যাপারে কলেজ অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ এনামুল হক খোন্দকারের বক্তব্য জানতে কল করে তাকে পাওয়া যায়নি।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews