খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম  বলেছেন, বাংলাদেশের রাজনীতিতে বিএনপি দুষ্টগ্রহ। দেশের মাটি থেকে তাদের বিতারিত করতে হবে। তারা ক্ষমতায় থাকলে দেশে সন্ত্রাস সৃষ্টি কওে, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বাংলা ভাই ও জঙ্গি সৃষ্টি করে; দেশকে মাদকের অভ্যরণ্যে পরিণত করে। 

জাতীয় কবি নজরুল ইসলামের ১১৯তম জন্মজয়ন্তী উপলক্ষে শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের হলরুমে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত এক আলোচনা সভা তিনি আরো বলেন, তাদের রাজনীতি থেকে বিতাড়িত করতে না পারলে রাজনীতি আরো কলুষিত হবে। 

সিটি করপোরেশন নির্বাচনে সংসদ সদস্যদের প্রচারণায় অংশ নেওয়ার জন্য নির্বাচন কমিশনের বিধি সংস্কারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে খাদ্যমন্ত্রী বলেন, ‘নির্বাচন কমিশনকে ধন্যবাদ। কারণ তারা যুগোপযুগী একটা আইনের খসড়া অনুমোদন দিয়েছেন। এতে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হবে।’

তিনি বলেন, বিএনপির হেভিওয়েট নেতারা প্রচারণায় অংশগ্রহণ করতে পারলেও আমাদের দলের এমপিরা নির্বাচনী প্রচারণায় অংশ নিতে পারতেন না। এখন বিধিটির খসড়া অনুমোদন হওয়ার পর এমপিরা প্রচারণায় অংশ নিতে পারবে। 

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উপদেষ্টা চিত্ত রঞ্জন দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুক, চিত্র নায়িকা সাহরাহ বেগম কবরী, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের নেতা অরুন সরকার রানা প্রমুখ।  

ইত্তেফাক/ইউবি



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews