কিছুদিন বন্ধ রাখার পর আবারও টুইটারে বিজ্ঞাপন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ই-কমার্স জায়ান্ট অ্যামাজন। বিজ্ঞাপন প্রচারের বিনিময়ে বছরে টুইটারকে ১০ কোটি ডলার দেবে তারা। নিরাপত্তাজনিত কিছু প্রক্রিয়া সম্পন্ন করার করণে টুইটারে আপাতত বিজ্ঞাপন দেখানো বন্ধ রেখেছে অ্যামাজন। এ ছাড়া অ্যাপলও ফের টুইটারে বিজ্ঞাপন দেখানো শুরু করেছে বলে জানিয়েছেন টুইটারের প্রধান ইলন মাস্ক।

বিজ্ঞাপন

এদিকে মানবকর্মীর বদলে স্বয়ংক্রিয় প্রযুক্তিতে কনটেন্ট মডারেশনের পরিকল্পনা করছে টুইটার। প্ল্যাটফরমটির ট্রাস্ট অ্যান্ড সেফটি বিভাগের প্রধান এলা আরউইন সংবাদমাধ্যম রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন।

অলাভজনক সংস্থা সেন্টার ফর কাউন্টারিং ডিজিটাল হেটের দেওয়া তথ্য অনুযায়ী, ইলন মাস্ক টুইটারে দায়িত্ব নেওয়ার পর কৃষ্ণাঙ্গদের বিরুদ্ধে বিদ্বেষপূর্ণ মন্তব্যের হার তিন গুণ বেড়ে যায়। সমকামী পুরুষদের গালি দেওয়ার পরিমাণ বেড়ে দাঁড়ায় ৩১ শতাংশ। ফলে ভুয়া তথ্য ও বিদ্বেষপূর্ণ পোস্ট ঠেকানোর বিষয়ে টুইটারের সক্ষমতা নিয়ে অনেকেই প্রশ্ন তুলছেন।

সূত্র : দ্য গার্ডিয়ান



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews