সিলেটের জাফলংয়ে পাথর উত্তোলনের দাবিতে দুই উপদেষ্টার গাড়িবহর আটকে বিক্ষোভের ঘটনায় সদ্য বহিষ্কৃত যুবদল নেতা জাহিদকে প্রধান আসামি করে ১৫৯ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।
রোববার (১৫ জুন) রাতে গোয়াইনঘাট থানার উপ-পরিদর্শক ওবায়দুল্লাহ এ মামলা করেন।
তিনি বলেন, এ মামলায় নয়জনের নাম উল্লেখসহ ১৫৯ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
এ ঘটনায় জড়িত সন্দেহে জাফলং বাজার এলাকা ইউনিয়ন শ্রমিক দলের সহ-সভাপতি দেলোয়ার হোসেনসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
এদিকে মামলার সত্যতা নিশ্চিত করে সিলেটের পুলিশ সুপার মাহবুবুর রহমান বলেন, ‘ঘটনার পর বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত ভিডিও ফুটেজ দেখে অভিযুক্তদের শনাক্ত করতে কিছুটা সময় লেগেছে। দ্রুততম সময়ে অপরাধীদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ সরকার তোফায়েল আহমেদ জানান, মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে বেআইনিভাবে সংঘবদ্ধ হয়ে অবৈধভাবে গতিরোধ করে বাধা ও অবরোধ করে সরকারি কর্মচারীকে সরকারি কাজে বাধা দেয়ার অভিযোগ আনা হয়েছে।
গোয়াইনঘাট থানা পুলিশের তথ্যমতে, মামলায় প্রধান আসামি করা হয়েছে সদ্য বহিষ্কৃত যুবদল নেতা জাহিদ খানকে। দ্বিতীয় আসামি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আজির উদ্দিন। এছাড়া মামলায় আরো সাতজনের নাম উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য, গত শনিবার বহিষ্কৃত যুবদল নেতা জাহিদ ও ৫ আগস্টের পর চিহ্নিত পাথর খেকো আজিরের নেতৃত্বে সিলেটের জাফলংয়ে বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের গাড়ি বহরের গতি রোধ করে বিক্ষোভ করে।