ইরান বলেছে, তারা ২০১৫ সালে হওয়া পরমাণু সমঝোতা চুক্তিতে থাকবে কিনা তা আগামী কয়েক সপ্তাহের মধ্যে জানিয়ে দেবে। আর এটা নির্ভর করছে ওই চুক্তিতে থাকা যুক্তরাষ্ট্রের বাইরে যেসব দেশ ও প্রতিষ্ঠান কি সিদ্ধান্ত নেবে তার ওপর। এই ঘোষণার পরিপ্রেক্ষিতে ওই চুক্তিতে স্বাক্ষরকারী ইউরোপীয় ইউনিয়ন, জার্মানি, ফ্রান্স, যুক্তরাজ্য, চীন ও রাশিয়ার প্রতিনিধিরা গতকাল অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় বসেছেন। সম্প্রতি ইরান পারমাণবিক চুক্তি থেকে একতরফাভাবে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেন প্রেসিডেন্ট ট্রাম্প। চুক্তির অন্য অংশীদার দেশগুলো এই সিদ্ধান্তের প্রতিবাদ জানালেও ট্রাম্প তা আমলে নেননি। এখন যুক্তরাষ্ট্রকে ছাড়াই ওই চুক্তি এগিয়ে নেওয়ার চেষ্টা করছে অন্য দেশগুলোর। মূলত যুক্তরাষ্ট্র চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার পর প্রথমবারের মতো বৈঠকে বসল দেশগুলো। বৈঠকে মূলত আমেরিকাকে বাইরে রেখে চুক্তি কীভাবে এগিয়ে নেওয়া যায় তাই প্রাধান্য পেয়েছে। বৈঠকে ইরানের প্রতিনিধিও অংশ নেন। ইরান বলছে, তারা চুক্তির অংশীদার ইউরোপীয় দেশগুলোর পক্ষ থেকে কোনো কঠোর পদক্ষেপের অপেক্ষা করছে। ইরান আবারও ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ও পরমাণু অস্ত্রের কর্মসূচি শুরু করবে কিনা তা এই ইউরোপীয় দেশগুলোর সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। দ্য গার্ডিয়ান।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews