রি-ইনভেস্টমেন্ট বাতিলে মিউচুয়াল ফান্ডে দরবৃদ্ধি



রি-ইনভেস্টমেন্ট ইউনিট (আরআইইউ) বাতিলের সিদ্ধান্তে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে (১৪-১৮ জুলাই) দর বৃদ্ধিতে মিউচুয়াল ফান্ডের আধিপাত্য লক্ষ্য করা গেছে। দরবৃদ্ধির তালিকায় ৫০ শতাংশই মিউচুয়াল ফান্ডের দখলে রয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। গত ১৬ জুলাই বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) মিউচুয়াল ফান্ডের আরআইইউ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। ফলে আগামীতে বেমেয়াদী এবং মেয়াদী উভয় ধরনের ফান্ডের ক্ষেত্রেই কেবল মাত্র নগদ লভ্যাংশ প্রদান করা যাবে। গত সপ্তাহে লেনদেন হওয়া ৩৫৪ কোম্পানির মধ্যে সবচেয়ে বেশি শেয়ার দর বেড়েছে এসইএমএল এফবিএলএসএল গ্রোথ ফান্ড। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির ইউনিট দর বেড়েছে ৫৭.৯৫ শতাংশ। এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর সাপ্তাহিক দরবৃদ্ধির তালিকার শীর্ষে উঠে এসেছে। -অর্থনৈতিক রিপোর্টার





Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews