ইঞ্জিন নিয়ে কোনো ধরনের কম্প্রোমাইজ করে না বিমান বাহিনী। প্রযুক্তি বিকল হওয়ার কারণেই দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। একই সঙ্গে তিনি জানান, দুর্ঘটনায় আহতরা সম্পূর্ণভাবে সুস্থ না হওয়া পর্যন্ত বিমান বাহিনী সহযোগিতা অব্যাহত রাখবে বলেও জানান তিনি। 

মঙ্গলবার (২২ জুলাই) এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

বিমান বাহিনী প্রধান বলেন, উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের সুচিকিৎসা দেয়াটা জরুরি। তারা সম্পূর্ণভাবে সুস্থ না হওয়া পর্যন্ত সহায়তা অব্যাহত রাখবে বিমান বাহিনী। 

তিনি বলেন, তথ্য লুকানোর কোনো সম্ভাবনা নেই। কার কাছ থেকে লুকাব? সবাই দেশের মানুষ। যখনই আমাদের কাছে এ ঘটনার আপডেট আসছে, আমরা আইএসপিআরের মাধ্যমে সবাইকে জানিয়ে দিচ্ছি।

হাসান মাহমুদ খাঁন আরও বলেন, ইঞ্জিন নিয়ে কোনো ধরনের কম্প্রোমাইজ করে না বিমান বাহিনী। প্রযুক্তি বিকল হওয়ার কারণেই দুর্ঘটনা ঘটেছে। সামাজিকমাধ্যমে অনেক গুজব চলছে, যা দুঃখজনক। গুজবে কান না দেয়ার আহ্বান জানান তিনি।

প্রসঙ্গত, সোমবার (২১ জুলাই) দুপুরে উত্তরার দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসে বিমান বাহিনীর এফ-সেভেন বিজেআই মডেলের একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১ জনে। নিহতদের মধ্যে একজন পাইলট ও শিক্ষিকা বাদে বাকি সবাই শিক্ষার্থী।

এসএস//




Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews