ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে বরাবরের মতো ঈদুল আজহায় রোগীদের বিশেষ খাবার দেওয়া হয়েছে। পাশাপাশি ঈদ ছুটিতেও রোস্টার অনুযায়ী চিকিৎসক, নার্স, স্টাফসহ সবাই রোগীদের চিকিৎসা দিয়ে যাচ্ছেন।



ঈদের দিনেও হাসপাতাল পরিদর্শনে আসেন উপপরিচালক ডা মো. আশরাফুল আলম। তিনি রোগীদের চিকিৎসার খোঁজখবর নেন।







এ ছাড়া দায়িত্বরত চিকিৎসক ও স্টাফদের সাথেও কুশল বিনিময় করলেন।

শনিবার (৭ জুন) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. আশরাফুল আলম বলেন, ঈদের দিনেও ঢাকা মেডিকেলে দুই হাজারের অধিক রোগী ভর্তি আছে। ভর্তি রোগী ছাড়াও জরুরিবিভাগে চলছে স্বাস্থ্যসেবা কার্যক্রম। ঈদের ছুটিতেও প্রায় ২শ চিকিৎসক এবং ছয় শতাধিক নার্স ঢাকা মেডিকেলে স্বাস্থ্যসেবা দিচ্ছেন।  

চিকিৎসাসেবার পাশাপাশি ঈদের দিনে রোগীদের জন্য বিশেষ খাবারের ব্যবস্থা অলরেডি তাদের খাবার দেওয়া শুরু হয়েছে। রোগীদের পাশাপাশি আমাদের চিকিৎসক, নার্স এবং অন্যান্য স্বাস্থ্যকর্মীরাও ঈদের দিনে পরিবার রেখে হাসপাতালে আছেন। সবার সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করতেই আমাদের হাসপাতালে আসা।  ঢাকা মেডিকেল সারাবছর ২৪ ঘণ্টাই স্বাস্থ্যসেবা দিয়ে থাকে। রোগীদের সাথে কুশল বিনিময়ের পাশাপাশি তিনি হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মীদের খোঁজ নেন এবং ঈদের দিনেও সেবা কার্যক্রম চালু রাখার জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।

হাসপাতাল থেকে একটি সূত্র জানান, উপ-পরিচালক বিভিন্ন ওয়ার্ডে ঘুরে ঘুরে রোগীদের সাথে কথা বলেন তাদের চিকিৎসার খোঁজখবর নেন এবং চিকিৎসক, নার্স ও স্টাফদের সাথে কথা বলেন।  

এজেডএস/এএটি



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews