ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ৫০ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদে রদবদল করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক আদেশে এ রদবদল করা হয়। আদেশে বলা হয়েছে, জনস্বার্থে জারিকৃত এ বদলি আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এর আগে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে দেশের ৬৪ জেলার পুলিশ সুপারদের (এসপি) এবং জেলা পর্যায়ের ৫২৭টি থানার ওসিদের লটারির মাধ্যমে পদায়ন করা হয়। তবে মেট্রোপলিটন এলাকার ১১০টি থানা এই লটারি প্রক্রিয়ার বাইরে ছিল। নিয়ম অনুযায়ী, মেট্রোপলিটন এলাকায় ওসি পদায়নের বিষয়টি সংশ্লিষ্ট পুলিশ কমিশনারদের এখতিয়ারাধীন, তাই ডিএমপিতে এই রদবদল অভ্যন্তরীণভাবেই সম্পন্ন করা হলো। 

পুলিশ সদরদপ্তর সূত্রে জানা যায়, নির্বাচনের আগে নিরপেক্ষতা বজায় রাখতে সৎ ও দক্ষ কর্মকর্তাদের তালিকা যাচাই-বাছাই করে লটারির মাধ্যমে জেলা পর্যায়ের ওসিদের পদায়ন করা হয়েছে। এর মধ্যে ঢাকা রেঞ্জে ৯৮, চট্টগ্রাম রেঞ্জে ১১১, রাজশাহী রেঞ্জে ৭১, খুলনা রেঞ্জে ৬৪, রংপুর রেঞ্জে ৬২, বরিশাল রেঞ্জে ৪৬, সিলেট রেঞ্জে ৩৯ এবং ময়মনসিংহ রেঞ্জে ৩৬টি থানায় নতুন ওসি নিয়োগ দেওয়া হয়েছে। 

উল্লেখ্য, গত ২৬ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে লটারির মাধ্যমে ৬৪ জেলার পুলিশ সুপারদেরও নতুন কর্মস্থলে বদলি করা হয়েছিল।

এমআর// 




Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews