বয়স ৩৭ হলেও হাঁটুর জোর কমেনি এখনো। ঠিক আগের মতোই পারফরম্যান্স করে চলেছেন লেভানডস্কি। চোট থেকে ফিরেই বার্সেলোনার জার্সিতে মৌসুমের প্রথম হ্যাটট্রিক করে বসেন তরুণ ইয়ামালদের অভিভাবক। ফ্লিকের তরুণ তারকাদের ভিড়ে ভলি, পেনাল্টি আর হেডারে জালের দেখা পান এ পোলিশ তারকা। রবিবার স্প্যানিশ লা লিগায় সেল্টা ভিগোর বিপক্ষে লেভানডস্কির ঝলকে ৪-২ গোলের জয় তুলে নিয়েছে বার্সেলোনা। অপর গোলটি করেন লামিনে ইয়ামাল। ম্যাচে কাতালানদের হয়ে কোনো গোল না পেলেও তিনটি গোলে অবদান রাখেন মার্কাশ র্যাশফোর্ড। অন্যদিকে হোঁচট খেয়েছে লিগ টেবিলের শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদ। টানা চতুর্থ বছর লা লিগায় রায়ে ভ্যালেকানোর বিপক্ষে জয় তুলে নিতে ব্যর্থ হয়েছে দলটি। সবশেষ রবিবার রাতের ম্যাচে গোলশূন্য ড্র করেছে দুই দল। ম্যাচের প্রায় পুরোটা সময় আধিপত্য দেখালেও গোল পায়নি লস ব্লাঙ্কোসরা। ম্যাচের পর রিয়ালের চেয়ে ৩ পয়েন্ট পিছিয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে উঠে এসেছে বার্সেলোনা। ১২ ম্যাচে ৯ জয়ে কাতালানদের পয়েন্ট এখন ২৮। আর শীর্ষে থাকা রিয়ালের সমান ম্যাচে ১০ জয়ে ৩১ পয়েন্ট।