শক্তিশালী ও জ্বালানি-দক্ষ ইঞ্জিনের ‘যুব টেক প্লাস’ সিরিজের ট্র্যাক্টর বাজারজাত শুরু করলো আন্তর্জাতিক প্রতিষ্ঠান মাহিন্দ্রা ফার্ম ইকুইপমেন্ট সেক্টর।

রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) ইন্দো-বাংলাদেশ এগ্রি মেকানাইজেশন সামিটে নতুন পণ্যের উদ্বোধন করেন মাহিন্দ্রা ফার্ম ইকুইপমেন্ট সেক্টরের প্রেসিডেন্ট হেমন্ত সিক্কা। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় পরিবেশক র‍্যানকন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রোমো রউফ চৌধুরী ও কর্ণফুলী গ্রুপের অটোমোবাইল সমন্বয়কারী আরাজ চৌধুরী।

পরবর্তী প্রজন্মের যুব টেক প্লাস ট্র্যাক্টর সিরিজের ৫৭৫ ডিআই, ৫৮৫ ডি মডেলের ট্রাক্টর দুটি যথাক্রমে ৪৫ এইচপি ও ৫০ এইচপি সক্ষমতা নিয়ে এসেছে বিশ্বের বৃহত্তম ট্র্যাক্টর নির্মাতা মহিন্দ্রা। সিরিজটি ১২এফ (ফরোয়ার্ড) এবং ৩আর (রিভার্স) ট্রান্সমিশন প্রযুক্তির সঙ্গে আসে, একটি ৩-স্পিড রেঞ্জ বিকল্পসহ বিভিন্ন মাটির ধরণ এবং কৃষি অ্যাপ্লিকেশনের উপর ভিত্তি করে গিয়ারের গতি ঠিক রাখতে সাহায্য করে। উচ্চ নির্ভুলতার নিয়ন্ত্রণ ভালভ ও সর্বোত্তম-শ্রেণীর উত্তোলন ক্ষমতা সহ, নতুন ট্রাক্টরগুলি সহজে এবং নির্ভুলতার সঙ্গে ভারী যন্ত্রাংশগুলো পরিচালনা করতে পারে।





Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews