বাহরাইনকে ৭ গোলে ধসিয়ে বাংলাদেশের নারী ফুটবলাররা বেশ ফুরফুরে মেজাজে রয়েছেন। মধ্যপ্রাচ্যের দলটির বিপক্ষে এমন আশাতীত ফলের পর এশিয়ান কাপ বাছাই পর্বে পিটার বাটলারের দলের প্রত্যাশাও বেড়ে গেছে। গ্রুপের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক মিয়ানমার বধের কৌশল খোঁজা হচ্ছে। তবে সোমবার মনিকা-আফঈদারা মাঠের অনুশীলন করেননি। রিকভারি সেশনের দিকে ছিল মনোযোগ।

তাদের গ্রুপে সবচেয়ে শক্তিশালী দল মিয়ানমার। ফিফা র‌্যাঙ্কিংয়েও তারা (৫৫) বাংলাদেশের (১২৮) থেকে অনেক এগিয়ে। পাঁচ বছর আগে সবশেষ দেখায় মিয়ানমারের কাছে ৫-০ গোলে হেরেছিল বাংলাদেশ। এবার বুধবার নিজেদের শক্তি দেখাতে চাইছে বাটলারের শিষ্যরা। ঋতুপর্ণা চাকমা যেমন বলেছেন, ‘আমাদের প্রথম ম্যাচ শেষ। ভালো একটি ফল নিয়ে বের হয়েছি, এখন পরবর্তী ম্যাচের জন্য প্রস্তুতি নিচ্ছি। আজকে রিকভারি সেশন ছিল; সুইমিং ও স্ট্রেচিং। কোচ এখন দ্বিতীয় ম্যাচ নিয়ে যে নির্দেশনা দিবেন, তা কাজে লাগাবো। এবং আমাদের সেরাটা দিয়ে চেষ্টা করবো।’

রিকোভারি সেশনে বাংলাদেশ দল।





এই ফরোয়ার্ডের ছোট ভাই পার্বণ চাকমার মৃত্যুবার্ষিকী ছিল ম্যাচের দিন। বাহরাইনের বিপক্ষে ঋতুপর্ণার দারুণ এক গোল রয়েছে। সেই গোলটি প্রয়াত ভাইকে উৎসর্গ করে অন্যরকম প্রশান্তি খুঁজেছেন এই উইঙ্গার, ‘গতকাল আমার ভাইয়ের তৃতীয় মৃত্যুবার্ষিকী ছিল।  সবমিলিয়ে আমার খুব আদরের ছোট ভাই। টার্গেট ছিল গোল পেলে তার উদ্দেশ্যে উৎসর্গ করবো। গোল করে পরবর্তীতে তাই করতে পেরেছি।’

দলের সহকারী কোচ মাহবুবুর রহমান লিটু মিয়ানমার ম্যাচে সবার কাছ থেকে ভালো পারফরম্যান্স চাইছেন, ‘প্রথম ম্যাচটি ভালোভাবে শেষ করতে পেরেছি। এখন দেশবাসির কাছে দোয়া চাই, যেন মিয়ানমারের বিপক্ষে ভালো করতে পারি। যদিও তাদের র‌্যাঙ্কিং ৫৫। তবে যার যার জায়গা থেকে ভালো খেলতে পারলে ভালো ফল হবে। আগের ম্যাচে সবাই যার যার জায়গা থেকে ভালো করেছে। আমরা এখন পরের ম্যাচ নিয়ে প্রস্তুত হচ্ছি।’



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews