অবশেষে নারী ওয়ানডে বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি ভেন্যুসহ প্রকাশিত হয়েছে। আইসিসি যদিও আনুষ্ঠানিকভাবে তা প্রকাশ করেনি। তবে ভারতের সংবাদমাধ্যগুলোর প্রকাশিত খবর অনুযায়ী আগামী ৩০ সেপ্টেম্বর বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক ভারত ও শ্রীলঙ্কা। বাংলাদেশ তাদের ক্যাম্পেইন শুরু করে ২ অক্টোবর। কলম্বোয় নিগারদের প্রতিপক্ষ পাকিস্তান।
আগেই জানা গিয়েছিল টুর্নামেন্টে পাকিস্তানের বিপক্ষে ভারতের হাইপ্রোফাইল ম্যাচটি নিরপেক্ষ ভেন্যু শ্রীলঙ্কায় মাঠে গড়াবে। ৫ অক্টোবর ম্যাচটি অনুষ্ঠিত হবে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে। তাছাড়া ২৬ অক্টোবর ভারত-বাংলাদেশ ম্যাচটি হবে বেঙ্গালুরুতে।
ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া তাদের ক্যাম্পেইন শুরু করবে ১ অক্টোবর। ইন্দোরের হোলকার স্টেডিয়ামে তাদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। তার পর ৮ অক্টোবর কলম্বোয় পাকিস্তানের মুখোমুখি হবে অজিরা। গত আসরের পুনর্মঞ্চায়ন হিসেবে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ম্যাচটি হবে ২২ অক্টোবর ইন্দোরে।
রাজনৈতিক কারণে আগেই নির্ধারিত ছিল ভারতে অনুষ্ঠেয় টুর্নামেন্টের ক্ষেত্রে পাকিস্তান তাদের সব ম্যাচ হাইব্রিড মডেলে নিরপেক্ষ ভেন্যুতে খেলবে। তারই ধারাবাহিকতায় কলম্বোয় হবে পাকিস্তানের সব ম্যাচ। তারা ২ অক্টোবর বাংলাদেশ, ৫ অক্টোবর ইংল্যান্ড, ১৮ অক্টোবর নিউজিল্যান্ড, ২১ অক্টোবর দক্ষিণ আফ্রিকা ও ২৪ অক্টোবর শ্রীলঙ্কার মুখোমুখি হবে।
বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে তাদের শুরুর ম্যাচের পর আরও তিনটি ম্যাচ বিশাখাপত্তনমের এসিএ-ভিডিসিএ স্টেডিয়ামে খেলবে। তাছাড়া ২০ অক্টোবর কলম্বোয় মুখোমুখি হবে শ্রীলঙ্কার।
ভারত ২০১৩ সালের পর প্রথম নারী ওয়ানডে বিশ্বকাপ আয়োজন করছে। ফরম্যাট ২০২২ সালের মতোই একই রকম। রাউন্ড রবিন পদ্ধতিতে ৮টি দল একে অপরের বিপক্ষে খেলবে। শীর্ষ ৪টি দল খেলবে সেমিফাইনাল।
সূচি (বাংলাদেশ সময় অনুযায়ী)
তারিখ
দিন
ম্যাচ
স্থান
বাংলাদেশ সময়
৩০ সেপ্টেম্বর
মঙ্গলবার
ভারত-শ্রীলঙ্কা
বেঙ্গালুরু
বিকাল ৩:৩০
১ অক্টোবর
বুধবার
অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড
ইন্দোর
বিকাল ৩:৩০
২ অক্টোবর
বৃহস্পতিবার
বাংলাদেশ-পাকিস্তান
কলম্বো
বিকাল ৩:৩০
৩ অক্টোবর
শুক্রবার
ইংল্যান্ড- দক্ষিণ আফ্রিকা
বেঙ্গালুরু
বিকাল ৩:৩০
৪ অক্টোবর
শনিবার
অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কা
কলম্বো
বিকাল ৩:৩০
৫ অক্টোবর
রবিবার
ভারত-পাকিস্তান
কলম্বো
বিকাল ৩:৩০
৬ অক্টোবর
সোমবার
নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকা
ইন্দোর
বিকাল ৩:৩০
৭ অক্টোবর
মঙ্গলবার
ইংল্যান্ড-বাংলাদেশ
গুয়াহাটি
বিকাল ৩:৩০
৮ অক্টোবর
বুধবার
অস্ট্রেলিয়া-পাকিস্তান
কলম্বো
বিকাল ৩:৩০
৯ অক্টোবর
বৃহস্পতিবার
ভারত-দক্ষিণ আফ্রিকা
ভাইজাগ
বিকাল ৩:৩০
১০ অক্টোবর
শুক্রবার
নিউজিল্যান্ড-বাংলাদেশ
ভাইজাগ
বিকাল ৩:৩০
১১ অক্টোবর
শনিবার
ইংল্যান্ড-শ্রীলঙ্কা
গুয়াহাটি
বিকাল ৩:৩০
১২ অক্টোবর
রবিবার
ভারত-অস্ট্রেলিয়া
ভাইজাগ
বিকাল ৩:৩০
১৩ অক্টোবর
সোমবার
দক্ষিণ আফ্রিকা-বাংলাদেশ
ভাইজাগ
বিকাল ৩:৩০
১৪ অক্টোবর
মঙ্গলবার
নিউজিল্যান্ড-শ্রীলঙ্কা
কলম্বো
বিকাল ৩:৩০
১৫ অক্টোবর
বুধবার
ইংল্যান্ড-পাকিস্তান
কলম্বো
বিকাল ৩:৩০
১৬ অক্টোবর
বৃহস্পতিবার
অস্ট্রেলিয়া-বাংলাদেশ
ভাইজাগ
বিকাল ৩:৩০
১৭ অক্টোবর
শুক্রবার
দক্ষিণ আফ্রিকা-শ্রীলঙ্কা
কলম্বো
বিকাল ৩:৩০
১৮ অক্টোবর
শনিবার
নিউজিল্যান্ড-পাকিস্তান
কলম্বো
বিকাল ৩:৩০
১৯ অক্টোবর
রবিবার
ভারত-ইংল্যান্ড
ইন্দোর
বিকাল ৩:৩০
২০ অক্টোবর
সোমবার
শ্রীলঙ্কা-বাংলাদেশ
কলম্বো
বিকাল ৩:৩০
২১ অক্টোবর
মঙ্গলবার
দক্ষিণ আফ্রিকা-পাকিস্তান
কলম্বো
বিকাল ৩:৩০
২২ অক্টোবর
বুধবার
অস্ট্রেলিয়া-ইংল্যান্ড
ইন্দোর
বিকাল ৩:৩০
২৩ অক্টোবর
বৃহস্পতিবার
ভারত-নিউজিল্যান্ড
গুয়াহাটি
বিকাল ৩:৩০
২৪ অক্টোবর
শুক্রবার
পাকিস্তান-শ্রীলঙ্কা
কলম্বো
বিকাল ৩:৩০
২৫ অক্টোবর
শনিবার
অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কা
ইন্দোর
বিকাল ৩:৩০
২৬ অক্টোবর
রবিবার
ইংল্যান্ড-নিউজিল্যান্ড
গুয়াহাটি
সকাল ১১:৩০
২৬ অক্টোবর
রবিবার
ভারত-বাংলাদেশ
বেঙ্গালুরু
বিকাল ৩:৩০
২৯ অক্টোবর
বুধবার
সেমিফাইনাল ১
গুয়াহাটি/কলম্বো
বিকাল ৩:৩০
৩০ অক্টোবর
বৃহস্পতিবার
সেমিফাইনাল ২
বেঙ্গালুরু
বিকাল ৩:৩০
২ নভেম্বর
রবিবার
ফাইনাল
কলম্বো/বেঙ্গালুরু
বিকাল ৩:৩০