এই ঘটনা ছাড়াও কলকাতার রাজভবনে রাজ্যপাল সি ভি আনন্দ বোসের বিরুদ্ধে এক নারী কর্মীর শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। এই দুই অভিযোগ কাজে লাগিয়ে বিজেপিকে রাতারাতি রক্ষণাত্মক করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। মমতা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এই দুটি বিষয় নিয়ে প্রবলভাবে আক্রমণ করেছেন বিজেপিকে, রাজ্য বিজেপির পাশাপাশি জড়িয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও। এই ঘটনায় বিজেপি যে হঠাৎই চাপে পড়ে গেছে, তা স্বীকারও করছেন রাজ্যের বিজেপি নেতারাও।

সোমবার নির্বাচনের এক দিন আগে অন্য জেলায় ভাষণ দিতে গিয়ে তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘একটা রাজনৈতিক দল যে এতটা নীচু হতে পারে, এতটা নির্লজ্জ হতে পারে, সেটা আমরা কল্পনাও করিনি।...আমরা দেখেছি, বিজেপি ভোট পাওয়ার জন্য দুই হাজার টাকার বিনিময়ে মা-বোনদের সম্মান বিক্রি করেছে। বিজেপি সারা দেশে সমগ্র বাংলাকে অপমান করেছে, উপহাস করেছে।’

মমতা বন্দ্যোপাধ্যায়ও এদিন তাঁর ভাষণে জোর দিয়েছেন সন্দেশখালীর ভিডিওর ওপর। তিনি বলেন, ‘সন্দেশখালীতে কীভাবে পরিকল্পনা করে মেয়েদের অসম্মান করেছে, দেখেছেন তো? ওরা জানে না, মেয়েদের কাছে টাকাটা বড় কথা নয়। তাঁদের কাছে আত্মসম্মান, মেয়েদের সম্মান অনেক বড়। নির্বাচনে জিততে একটা পরিকল্পনা তৈরি করেছে। চক্রান্ত করেছে, একদিন এই চক্রান্ত ফাঁস হবেই।’ পাশাপাশি, সংশোধিত নাগরিকত্ব নিয়ে নিয়মিতভাবেই কথা বলছেন মমতা।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews