আইফোন ব্যবহারকারীদের ভাব প্রকাশে যুক্ত হচ্ছে আরও ৭০ টি নতুন ইমোজি। নতুন এসব ইমোজির মাধ্যমে কোঁকরা চুল, লাল চুলের আইফোন ব্যবহারকারীরা এখন নিজেকে তুলে ধরতে পারবেন।

বর্তমানে প্রচলিত ইমোজিগুলোতে শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করাদের জন্য পর্যাপ্ত ইমোজি নেই। তবে তাদের জন্য আসছে বছরে নতুন ইমোজি আসছে আইফোনে।
যারা স্বাস্থ্যকর খাবার ভালোবাসেন, ভেজিটেরিয়ান তাদের জন্য রয়েছে কয়েকপদের খাবারের ইমোজি। আছে আম, লেটুসপাতা এমনকি কাপ কেকের ইমোজিও।  থাকছে শখের পোষা প্রাণীর ইমোজিও।

‘ওয়াল্ড ইমোজি ডে’ -তে আইফোন ব্যবহারকারীদের জন্য অনুভূতি প্রকাশক বিশাল এই সম্ভার আগামী বছরই আসছে বলে জানিয়েছেন ওয়ার্ল্ড ইমোজি ডে’র প্রবক্তা জেরেমি বার্গ।

বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews