আড়াই বছরের চুক্তি করে ২০১৬ সালের জানুয়ারিতে রিয়াল মাদ্রিদের প্রধান কোচ হয়েছিলেন জিনেদিন জিদান। লা লিগার মাঝপথে দায়িত্ব নিয়ে দলকে জেতাতে পারেননি শিরোপা। কিন্তু একাদশ চ্যাম্পিয়নস লিগ ঠিকই জিতে নিয়েছিলেন দাপটের সঙ্গে। এর পর একে একে এরই মধ্যে জিতে নিয়েছেন আরও ৬টি শিরোপা, যার সর্বশেষটি এলো বুধবার রাতে বার্সেলোনাকে হারিয়ে। ২০১২ সালের পর প্রথমবার স্প্যানিশ সুপার কাপ চ্যাম্পিয়ন হলো রিয়াল। দ্বিতীয় লেগে চিরপ্রতিদ্বন্দ্বীদের ২-০ গোলে হারানোর পর ৫-১ অগ্রগামিতায় এ ঘরোয়া শিরোপাটি ১০ বার হাতে নিল তারা। আর এ শিরোপা জেতার মধ্যে দিয়ে সফলতার একটি অধ্যায়ের ইতি টানছেন জিদান। নতুন মৌসুমের প্রথম লা লিগা ম্যাচ দিয়ে নতুন শুরু করতে চান তিনি।

আগামী রবিবার দেপোর্তিভো লা করুনার মাঠে শুরু হবে রিয়ালের লিগ শ্রেষ্ঠত্ব ধরে রাখার মিশন। এ ম্যাচের আগে উজ্জীবিত ২০১২ সালের পর গতবারের লা লিগা চ্যাম্পিয়ন দলটি। বার্সেলোনাকে টানা দুই ম্যাচ হারানোর পর তো তেমনই হওয়ার কথা। তবে সবকিছু নতুন করে শুরু করতে চান ফরাসি কোচ। এতদিনের সফলতাকে আলাদা একটি অংশ মনে করছেন তিনি, ‘এ পথচলার প্রথম অংশ ছিল চমৎকার। আমরা অনেক নিবিড়তার সঙ্গে খেলেছি। আরেকটি ট্রফি পেয়ে আমরা খুশি।’

প্রথম লেগের মতো বুধবারও বার্সেলোনার বিপক্ষে মার্কো আসেনসিও চমৎকার গোল করেছেন। স্প্যানিশ উইঙ্গার অভিভূত করেছেন কোচকে। তবে জিদানের মতে পুরো দলের অবদানে এসেছে এ সফলতা, ‘শুধু সে-ই চমৎকার খেলেছে তা নয়। পুরো দল কিন্তু জেতার জন্য খেলেছে। যা হচ্ছে আমি উপভোগ করছি। আমি ফুটবল পছন্দ করি এবং যখন ওইরকম গোল দেখি তখন অন্য সবার মতোই ভালো লাগে।’

গত সপ্তাহে ম্যানইউকে হারিয়ে টানা দ্বিতীয় উয়েফা সুপার কাপ জিতেছিল রিয়াল। এবার জিতল স্প্যানিশ সুপার কাপ। দুটি শিরোপা দিয়ে মৌসুম শুরু করার পর দলের উপর চাপ থাকবে স্বীকার করছেন রিয়ালের দুটি চ্যাম্পিয়নস লিগ জয়ী কোচ। ২০২০ সাল পর্যন্ত নতুন করে চুক্তিবদ্ধ জিদানে বলেছেন, ‘এটা লম্বা ও কঠিন একটা মৌসুম হতে যাচ্ছে। গতবারের মতো শেষ পর্যন্ত আমাদের লড়াই করতে হবে। শিরোপা জিতে শুরু করতে পেরে আমি খুব খুশি। এ সুপার কাপ জিতে আমরা একটি অধ্যায় শেষ করলাম। সামনের চারটি শিরোপা জেতার জন্য আমরা নতুন আরেকটি অধ্যায় শুরু করব। এটা সহজ হবে না, কিন্তু আমরা চ্যালেঞ্জের জন্য প্রস্তুত।’ মার্কা, গোল ডটকম

/এফএইচএম/



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews