ইন্টারনেট ঘেঁটে ট্র্যাক বানাতে থাকেন নাভেদ। নিজের কাজ যুক্তরাষ্ট্রের সংগীত পরিচালক ও স্টুডিওগুলোয় পাঠাতে থাকেন। কিন্তু কেউ তাঁকে ডাকে না। হতাশা গ্রাস করে। গান ছেড়ে দেবেন কি না, ভাবতে থাকেন। পরে মনে হয়, আরেকটু চেষ্টা করি। ফেসবুকে বাংলাদেশের সংগীত তারকাদের সঙ্গে যুক্ত হতে থাকেন। নিজের বিভিন্ন সংগীত ও গানের ট্র্যাক তাঁদের পাঠাতে থাকেন। ফেসবুকে পরিচয় হওয়া নির্মাতা আশিকুর রহমানকেও নিজের কিছু কাজ পাঠান নাভেদ। কাজগুলো পছন্দ হওয়ায় কিস্তিমাত ছবিতে তাঁকে দুটি গান করার প্রস্তাব দেন আশিক। পারিশ্রমিক ঠিক করতে প্রযোজক যখন ফোন দেন, ঠিক কী বলবেন, বুঝে উঠতে পারছিলেন না নাভেদ। কারণ, তিনি একটা সুযোগ খুঁজছিলেন, তবে তা যে এত বড় আকারে হবে, কল্পনা করতে পারেননি। সিনেমায় দুটি গানের সংগীত পরিচালনা করেন তিনি, এর মধ্যে ‘শুধু একবার বল’ গানটি জনপ্রিয়তা পায়। এ গানের কল্যাণে ইন্ডাস্ট্রির অনেকের সঙ্গেই নাভেদের পরিচয় হয়। সবাই তাঁর প্রশংসা করতে থাকেন। তবে কাজের জন্য কেউ ডাকেন না। এরই মধ্যে ‘শুধু একবার বল’ গানটি তিনি পাঠান ভারতের জনপ্রিয় সুরকার আমাল মালিকের কাছে। গানটি আমালের মনে ধরে। নাভেদকে তিনি বলেন, ‘আমিও তোমার মতোই সংগ্রাম করছি, তবে সামনে কোনো সিনেমার কাজ করলে তোমাকে সঙ্গে রাখব।’ নাভেদ এটাকে সান্ত্বনা ভেবে আর খবর রাখেননি। কিন্তু ঠিকই আমাল তাঁর সঙ্গে যোগাযোগ করেন। জানান, রয় সিনেমার ‘সুরাজ ডুবা হ্যায়’ নামে একটা গান করছেন। বাকিটা নাভেদের মুখেই শোনা যাক, ‘গানটিতে আমাল আমাকে পাশে চান। আমাকে একটা ডেমো পাঠান, যেখানে কণ্ঠ দিয়েছিলেন আরমান মালিক। যদিও মূল গানে কণ্ঠ দিয়েছেন অরিজিৎ। এরপর আমার অংশ করে পাঠাই। আমাল খুব পছন্দ করেন, আমার অংশসহ গানটি প্রকাশ পায়। গানটি বেশ জনপ্রিয়তা অর্জন করে।’
আশিকুর রহমানের পরের ছবি মুসাফির-এও তিনি নাভেদের সঙ্গে কাজ করতে চান। সিনেমার টাইটেল ট্র্যাক ‘মুসাফির, পথ জানা নেই’ ও ‘ফিরে আয়’ গানের সংগীত পরিচালনা করেন তিনি। এই সিনেমার টাইটেল ট্র্যাকের মাধ্যমেই ঢালিউড সিনেমায় প্রথমবার পাশ্চাত্য ঢঙে র‌্যাপের সংমিশ্রণ ঘটান। এরপর অস্তিত্ব, সুপারহিরো সিনেমার গানে তাঁকে সংগীত পরিচালক হিসেবে পাওয়া যায়। সে সময় পরিচালক মুহাম্মদ মোস্তফা কামাল রাজের সঙ্গে তাঁর পরিচয়, তাঁর যদি একদিন সিনেমা ছাড়াও বেশ কিছু বিজ্ঞাপন ও নাটকের সংগীতায়োজন করেন তিনি।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews