করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ (সেকেন্ড ওয়েভ) আঘাত হানলেও অথনীতির চাকা সচল রাখার জন্য কর্মপরিকল্পনা তৈরি করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

আগামী সাত দিনের মধ্যে পরিকস্পনা জানাতে এরই মধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

বিজ্ঞাপন

তিনি জানান, সেকেন্ড ওয়েভ নিয়ে ব্যাপক সচেতনতা চালানো হবে। স্বাস্থ্য নির্দেশিকা মেনে চলতে হবে। বিমানবন্দরে মানুষের ঢোকা ও বের হওয়ার বিষয়ে মনিটরিং বাড়ানো হবে।

সাতদিনের মধ্যে এ সংক্রান্ত একটা কর্ম পরিকল্পনা করে টেকনিক্যাল কমিটিকে জমা দেওয়ার কথা জানান তিনি।

আনোয়ারুল ইসলাম আরও জানান: করোনার ওয়েভ বাড়লে বিমানবন্দর থেকে প্রাতিষ্ঠানিক আইসোলেশনের সংখ্যা বাড়ানো হবে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews