নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় ডাকাত সন্দেহে এক যুবককে গণপিটুনি দিয়েছে স্থানীয়রা। রোববার গভীর রাতে উপজেলার দক্ষিণ লক্ষণখোলা মাদ্রাসা স্ট্যান্ডে জ্বালানি তেলের দোকান আহাম্মেদ ট্রেডার্সে এ ঘটনা ঘটে। আর
সোমবার ভোরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য সোহান (৩০) ও সানী (২৫) নামে দুজনকে আটক করেছে।
হাসপাতালে মারা যাওয়া ওই যুবকের পরিচয় পাওয়া যায়নি। তার আনুমানিক বয়স ৩৩ বছর।
পুলিশের হাতে আটক সানী জানান, তারা দোকানে ঘুমিয়ে ছিলেন। গভীর রাতে ছয়জনের ডাকাত দল এসে তালা ভেঙে দোকানে ঢুকে তাদের মারধর করে। এ সময় তাদের চিৎকার দিলে এলাকাবাসী জড়ো হন। পালানোর সময় দুজনকে জনতা ধরে ফেলে। এ সময় একজন কৌশলে পালিয়ে গেলেও অপরজন গণপিটুনিতে আহত হন। খবর পেয়ে আহতকে উদ্ধার করে হাসপতালে নিয়ে যায় পুলিশ। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ওই যুবক।
বন্দর থানার ওসি তরিকুল ইসলাম বলেন, ‘ডাকাত সন্দেহে একজনকে গণপিটুনি
দেয় এলাকাবাসী। পুলিশ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত
চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। লাশ মর্গে পাঠানো
হয়েছে। ওই দোকানের মালিক সোহান ও কর্মচারী সানীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা
হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।’