দেশের ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় কোচ হলেন- মোহাম্মদ সালাউদ্দিন। তার কাছে প্রশিক্ষণ নিয়ে সাকিব আল হাসানের মতো অনেক ক্রিকেটার অবিশ্বাস্য পারফরম্যান্সে বিশ্ব তারকা হয়েছেন।
সালাউদ্দিনের কোচিং ক্যারিয়ার অনেক সমৃদ্ধ। তার অধীনে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) তিনটি শিরোপা জিতেছে সাবেক পরিকল্পনা মন্ত্রী আ হ ম মোস্তফা কামালের মেয়ে নাফিসা কামালের দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
শুধু বিপিএলই নয়, দেশের ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় আসর ঢাকা লিগের একাধিক আসরে দলকে শিরোপা উপহার দিয়েছেন কোচ সালাউদ্দিন।
এক সময়ের বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের মতো তারকা ক্রিকেটার জাতীয় দলে টানা অফ ফর্মের কারণে, খেলার মাঝেই বিদেশ থেকে ঢাকায় ফিরে কোচ সালাউদ্দিনের ট্রেনিং সেশনে অংশ নিয়ে নিজের ত্রুটি শুধরে আবার বিদেশের বিমান ধরেন।
শুধু তাই নয়, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে টানা ব্যর্থতার কারণেও সাকিব আল হাসানের মতো তারকা ভারত থেকে সংক্ষিপ্ত সময়ের জন্য দেশে ফিরে কোচ সালাউদ্দিনের পরামর্শ নিয়ে ফের আইপিএল অংশ নিয়ে সাফল্য পেয়েছেন।
দেশে লাখ লাখ টাকা বেতনে রাখা বিদেশি কোচ থাকা সত্ত্বেও সাকিব আল হাসানের মতো তারকারা নিজেদের ফর্মে ফেরাতে ছোট-খাটো ভুল শোধরাতে কোচ সালাউদ্দিনের স্মরনাপন্ন হয়েছেন।
গত বছরের নভেম্বরে জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ হিসেবে নিয়োগ পান মোহাম্মদ সালাউদ্দিন। তারপর থেকে জাতীয় দলের উন্নয়নে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন দেশের সুনামধন্য এই কোচ। অথচ টাইগারদের বাজে পারফরম্যান্সের কারণে কিছু মিডিয়া তাকে নিয়ে নেতিবাচক সংবাদ প্রকাশ করেছে।
যে কারণে মিডিয়ার প্রতি একটু ক্ষুব্ধ কোচ সালাউদ্দিন। তিনি হতাশা প্রকাশ করে বলেন, ‘ভালো না করলে সমালোচনা হবে, এটা মেনে নিতে হবে। ভালো করলে সবাই বাহবা দিবে। আমি দলের জন্য শতভাগ দিচ্ছি কি না, নিজের জায়গায় সৎ কি না এটা মুখ্য বিষয়। ’
দেশের অভিজ্ঞ এই কোচ আরও বলেন, ‘গত ২৭-২৮ বছর কাজ করার পর যদি কেউ অভিযোগ করেন, তাদের বলবো লিখিত আকারে অভিযোগ দিন। ভুল হলে শুধরে নিব। আমি জানি আমি নিজের জায়গায় শতভাগ সৎ কি না। আমি ভালো কোচ না-ও হতে পারি। ভালো না হলে বোর্ড সরিয়ে দিবে। জাস্টিফাই না করে লিখে দেওয়া ঠিক না। আপনি কি জানেন লোকটা সৎ কি সৎ না? সেটা জেনে লেখা উচিৎ।’