নরসিংদীর রায়পুরা উপজেলার আমিরগঞ্জ ইউনিয়ন পরিষদ কার্যালয়ের ভেতরে শাহীন আলম (৩৭) নামে একজন ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে এক মাদকাসক্ত ব্যক্তি।

বুধবার (২ জুলাই) বিকেল ৩টার দিকে ইউনিয়ন পরিষদ ভবনের ভেতরে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত শাহীন আলম উপজেলার মেঝেরকান্দি গ্রামের বাসিন্দা ও হাসনাবাদ বাজারের ব্যবসায়ী। তিনি ওই দিন তার ব্যবসা প্রতিষ্ঠানের জন্য ট্রেড লাইসেন্স নিতে ইউনিয়ন পরিষদে গিয়েছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, শাহীন কার্যালয়ে প্রবেশ করার পরেই সেখানে দীর্ঘদিন ধরে অবস্থান করা শামীম (৪০) নামের এক ব্যক্তি হঠাৎ করে তার হাতে থাকা ধারালো দা দিয়ে শাহীনকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা শাহীনকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অভিযুক্ত শামীম হাসনাবাদ গ্রামের জালু মিয়ার ছেলে। স্থানীয়রা ও পুলিশ জানায়, শামীম একজন পরিচিত মাদকাসক্ত ও মানসিকভাবে বিকারগ্রস্ত ব্যক্তি। তিনি দীর্ঘদিন ধরে আমিরগঞ্জ ইউনিয়ন পরিষদের বারান্দায় অবস্থান করছিলেন এবং অতীতেও একাধিকবার লোকজনের ওপর হামলা চালিয়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল মাহমুদ বলেন, অভিযুক্তকে আমরা আটক করেছি এবং থানা হেফাজতে রাখা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়ার পর তাকে আদালতে পাঠানো হবে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews