চীনের হুয়াওয়ে টেকনোলজিস ও সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং ইন্টারন্যাশনাল কর্পোরেশন বা এসএমআইসি’কে নিজেদের রপ্তানি নিয়ন্ত্রণ তালিকায় যোগ করেছে তাইওয়ান সরকার। দেশটির এ তালিকায় তালেবান ও আল কায়েদার মতো নিষিদ্ধ বিভিন্ন সংগঠনও রয়েছে।

তাইওয়ানের অর্থ মন্ত্রণালয়ের বাণিজ্য বিভাগের কৌশলগত উচ্চ প্রযুক্তি পণ্য রপ্তানির তালিকায় কোনো কোম্পানির নাম থাকলে দেশটির বিভিন্ন কোম্পানিকে ওইসব কোম্পানির কাছে পণ্য রপ্তানির আগে সরকারের অনুমতি নিতে হয় বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স।

শনিবার রাতের দিকে নিজেদের বাণিজ্য বিভাগের ওয়েবসাইটে হালনাগাদ তালিকায় এসব কোম্পানির নাম যোগ করেছে তাইওয়ান। এ বিষয়ে রয়টার্সের মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি চীনা দুটি কোম্পানি ও তাইওয়ানের অর্থ মন্ত্রণালয়।

রয়টার্স লিখেছে, বিশ্বের সবচেয়ে বড় চিপ প্রস্তুতকারী কোম্পানি ‘তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি’ বা টিএসএমসি’র দেশ তাইওয়ান, যেটি মার্কিন চিপ নির্মাতা এনভিডিয়া’র মতো বড় বিভিন্ন এআই কোম্পানিকে চিপ সরবরাহ করে। হুয়াওয়ে ও এসএসআইসি– এ দুটি কোম্পানি চিপ প্রযুক্তির দৌড়ে এগিয়ে থাকার জন্য কঠোর পরিশ্রম করছে।

তাইওয়ানকে চীন নিজস্ব অঞ্চল বলে দাবি করলেও তাইপে সরকার বারবার এ দাবি প্রত্যাখ্যান করেছে। আগে থেকেই যুক্তরাষ্ট্রের চাপে চিপ রপ্তানির ক্ষেত্রে কড়া নিয়ন্ত্রণ চালু করেছে তাইওয়ান। দেশটির এ নিয়ন্ত্রণ তাইওয়ানের ভেতরে বিভিন্ন কোম্পানির চিপ তৈরি করা বা চীনা কোনও কোম্পানিকে সরবরাহ করার বেলায় প্রযোজ্য।

যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয়ের রপ্তানি নিষেধাজ্ঞার তালিকায়ও রয়েছে চীনের এআই উচ্চাকাঙ্ক্ষার কেন্দ্রবিন্দুতে থাকা হুয়াওয়ে। এ তালিকায় থাকা মানে হুয়াওয়ে যুক্তরাষ্ট্রের পণ্য ও প্রযুক্তি পাবে না, এমনকি টিএসএমসি’এর মতো যেসব কোম্পানি যুক্তরাষ্ট্রের প্রযুক্তি ব্যবহার করে সেইসব কোম্পানির পণ্যও হুয়াওয়ে পায় না।

গত অক্টোবরে হুয়াওয়ের ‘৯১০বি’ এআই চিপ খুলে বিশ্লেষণ করে কানাডার প্রযুক্তি গবেষণা প্রতিষ্ঠান ‘টেকইনসাইটস’। এতে টিএসএমসি’র একটি পাওয়া গেছে। এ মাল্টিচিপ ‘৯১০বি’কে চীনা কোম্পানির মাধ্যমে তৈরি সবচেয়ে উন্নত এআই অ্যাক্সিলারেটর হিসেবে দেখা হয়, যা বাণিজ্যিকভাবে ব্যাপক পরিমাণে উৎপাদন করেছে কোম্পানিটি।

চীনা চিপ ডিজাইনার ‘সোফগো’র কাছে চিপ সরবরাহ স্থগিত করে টিএসএমসি, যার তৈরি চিপ হুয়াওয়ের ‘৯১০বি’ চিপের সঙ্গে মিলে যায়। এরপর গত নভেম্বরে টিএসএমসি’কে চীনা গ্রাহকদের কাছে চিপ পাঠানো বন্ধের নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয়।

তাইওয়ানের সরকার বারবার বলেছে, এসএমসি’র মতো কিছু চীনা কোম্পানি গোপনে তাইওয়ানের উন্নত চিপ তৈরির প্রযুক্তি চুরির চেষ্টা করছে ও একইসঙ্গে তাইওয়ানের দক্ষ চিপ বিশেষজ্ঞদের বেশি অর্থ বা সুবিধা দিয়ে চাকরিতে নিয়ে যেতে চাইছে। এ ধরনের কাজ বন্ধ করতে কঠোর পদক্ষেপ নেওয়ার কথা বলেছে দেশটি।

এদিকে, যুক্তরাষ্ট্রের ব্যাপক রপ্তানি নিয়ন্ত্রণের মুখে নিজেদের উৎপাদন সক্ষমতা বাড়াতে ও দেশের ভেতরে চীনের সেমিকন্ডাক্টর বা চিপ খাতকে আরও শক্তিশালী করতে বিনিয়োগ বাড়িয়েছে দেশটির সবচেয়ে বড় চিপ নির্মাতা কোম্পানি এসএমআইসি।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews