অনেকটাই নীরবে হয়েছে ‘ইনসাফ’ সিনেমার শুটিং। এমনকি এটি সম্পাদনার আগ পর্যন্ত কোনও আঁচই পাওয়া যায়নি। এরপর ঈদুল আজহায় মুক্তি পায় সিনেমাটি। দর্শক পছন্দ করেছেন শরিফুল রাজ ও তাসনিয়া ফারিণের জুটিকে। সেসাথে বাড়তি পাওনা ছিল মোশাররফ করিমের অভিনয়। আর চঞ্চল চৌধুরীও ক্যামিও চরিত্রে চমক দেখিয়েছেন দর্শকদের।
এবার ‘ইনসাফ’র নির্মাতা সঞ্জয় সমাদ্দার সুখবর দিলেন। জানালেন, আসছে এর দ্বিতীয় কিস্তি।
এ বিষয়ে সঞ্জয় গণমাধ্যমকে জানান, এরইমধ্যে শুরু হয়েছে ‘ইনসাফ ২’র কাজ। চলছে পা-ুলিপি লেখার কাজ। প্রথমটির মতো দ্বিতীয় কিস্তির পা-ুলিপিও লিখছেন নাজিম উদ দৌলা, স্বরূপ দে ও সঞ্জয় সমদ্দার। তিনি এটাও জানান, প্রথম কিস্তির কলাকুশলীদের নিয়েই হবে দ্বিতীয় কিস্তি। তবে মোশাররফ করিম, শরিফুল রাজ, তাসনিয়া ফারিণ ও চঞ্চল চৌধুরীর সঙ্গে যুক্ত হবেন আরেকজন অভিনেত্রী। যদিও এখনই তিনি তার নাম প্রকাশ্যে আনতে চান না। নির্মাতা সঞ্জয় সমাদ্দার বলেন, ‘আরও বড় পরিসরে আসছে এটি। মোশাররফ ভাইয়ের চরিত্রটি “ইনসাফ”র প্রথম পর্বে ছিল ইন্ট্রো। সেকেন্ড পার্টে তার বিপ্লবী জীবনের বিস্তারিত আসবে। আরও অনেক অনেক প্ল্যান আছে। ধীরে ধীরে জানাব।’ আগামী বছর ঈদুল আজহায় মুক্তি দেওয়ার লক্ষ্য নিয়ে এগোচ্ছেন জানিয়ে নির্মাতা বলেন, ‘এবারের পর্বের বাজেট আরও বেশি। তাই ঈদে মুক্তি দেওয়া ছাড়া উপায় নেই। প্রযোজনা প্রতিষ্ঠান থেকে আমাকে সবুজসংকেত দিয়েছে আগেই। আমিও কাজ শুরু করেছি। যেহেতু প্রায় এক বছর হাতে আছে, আমি সুন্দর একটি প্রজেক্ট রেডি করতে পারব।’
বলা দরকার, ঢাকাই নির্মাতা সঞ্জয় সমদ্দারের সিনেমায় অভিষেক ঘটে টালিউডের ‘মানুষ’ বানিয়ে। সিনেমা নায়ক ও প্রযোজক ছিলেন জিৎ। এটি বাণিজ্যিক সফলতা সে অর্থে না পেলেও, নির্মাতা হিসেবে সঞ্জয় ভালোই প্রশংসা কুড়িয়েছিলেন। আর এবার ‘ইনসাফ’র মধ্যদিয়ে তিনি দেশীয় ইন্ডাস্ট্রিতে নিজের জাত চেনালেন।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews