কোল্ডপ্লে কনসার্টে সহকর্মীর সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও ভাইরাল হওয়ার পর পদত্যাগ করেছেন মার্কিন প্রযুক্তি কোম্পানি ‘অ্যাস্ট্রোনোমার’ এর প্রধান নির্বাহী অ্যান্ডি বায়রন।
নিউ ইয়র্ক ভিত্তিক কোম্পানি ‘অ্যাস্ট্রোনোমার’ এক বিবৃতিতে বলেছে, “অ্যান্ডি বায়রন পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং পরিচালনা পর্ষদ তা গ্রহণ করেছে।”
ঘটনার শুরু গত ১৬ জুলাই ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের ফক্সবোরো শহরের একটি স্টেডিয়ামে। সেখানে সেদিন জনপ্রিয় ব্যান্ডদল কোল্ডপ্লের কনসার্ট চলছিল।
গানের ফাঁকে ফাঁকে দর্শকসারিতে থাকা জুটিদের খুঁজে নিচ্ছিল ক্যামেরা। তাদের ছবি ভেসে উঠছিল স্টেডিয়ামের জাম্বো স্ক্রিনে।
আমেরিকনারা একে বলে ‘কিস ক্যাম’। অর্থাৎ, যে জুটির ছবি জাম্বো স্ক্রিনে ভেসে উঠবে, তাদের পরস্পরকে চুমু খেতে হবে।
কোল্ডপ্লের কনসার্টে সেদিন গানের মধ্যে কিস ক্যামের চোখ পড়ে এক জুটির ওপর। দুজনই দাঁড়িয়ে ছিলেন, সামনে থাকা নারীটিকে পেছন থেকে জড়িয়ে ধরে ছিলেন পুরুষটি। গানের তালে তালে তারা দুলছিলেন।
কিন্তু জাম্বো স্ক্রিনে ছবি ভেসে উঠতেই ঘটে বিপত্তি। নারীটি পেছনে ঘুরে নিজেকে আড়াল করার চেষ্টা করেন। আর পুরুষটি নিচু হয়ে ক্যামেরার ফ্রেম থেকে সরে যান। সেই ভিডিও ভাইরাল হয়ে যায়।
ওই দৃশ্য দেখে কোল্ডপ্লের গায়ক ক্রিস মার্টিন মজা করে দর্শকদের বলেন, “হয় তারা পরকীয়া করছে, নয়ত তারা ভীষণ লাজুক।”
কিন্তু ঘটনাটি সংবাদের শিরোনাম হয়ে ওঠে, যখন জানা যায়, ভিডিওতে থাকা পুরুষটি অ্যাস্ট্রোনোমারের সিইও অ্যান্ডি বায়রন এবং তার সঙ্গিনী তারই কোম্পানির চিফ পিপল অফিসার ক্রিস্টিন ক্যাবট।
বিবাহিত বায়রন এবং তার সহকর্মীর গোপন প্রেম ফাঁস হয়ে যাওয়ায় সোশাল মিডিয়ায় শোরগোল ওঠে। বায়রনের স্ত্রী সোশাল মিডিয়ায় নিজের নাম থেকে স্বামীর পদবি মুছে দেন। অ্যাস্ট্রোনোমার কর্তৃপক্ষ অ্যান্ডি বায়রনকে ছুটিতে পাঠায়। পরে তার পদত্যাগের খবর আসে।
শনিবার এক বিবৃতিতে অ্যাস্ট্রোনোমার বলে, “প্রতিষ্ঠার পর থেকে আমরা যে মূল্যবোধ ও সংস্কৃতির ওপর ভিত্তি করে কাজ করে চলেছি, তা বজায় রাখতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।
“আমাদের শীর্ষ ব্যক্তিরা তাদের আচরণ ও জবাবদিহিতার মাধ্যমে সর্বোচ্চ মান নিশ্চিত করবেন, সেটাই আমরা প্রত্যাশা করি, কিন্তু সম্প্রতি তা বজায় রাখা হয়নি।”
এ প্রযুক্তি কোম্পানি জানিয়েছে, তাদের পরিচালনা পর্ষদ শিগগিরই নতুন সিইও নিয়োগের প্রক্রিয়া শুরু করবে। তার আগ পর্যন্ত চিফ প্রডাক্ট অফিসার অন্তর্বর্তীকালীন সিইও হিসেবে দায়িত্ব পালন করবেন।