জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর্মকর্তাদের নিয়ে ভুয়া মোবাইল স্ক্রিনশট তৈরি করে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর একটি ঘটনা এনবিআরের নজরে এসেছে। বৃহস্পতিবার (২৬ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনবিআর জানায়, চেয়ারম্যান, সিআইসি’র মহাপরিচালক (ডিজি) ও কর গোয়েন্দা ইউনিটের কমিশনারসহ শীর্ষ কর্মকর্তাদের জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে যে গুজব ছড়ানো হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যমূলক।

এনবিআর জানায়, একটি বিদেশি নম্বর এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সফটওয়্যার ব্যবহার করে ওই ভুয়া স্ক্রিনশট তৈরি করা হয়েছে। এই ধরনের কর্মকাণ্ড বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী গুরুতর ফৌজদারি অপরাধ।

প্রতিষ্ঠানটি হুঁশিয়ারি দিয়ে বলেছে, যারা এই ধরনের গুজব সৃষ্টির সঙ্গে যুক্ত, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে এনবিআরের সব কর্মকর্তা-কর্মচারীকে এসব গুজবে কান না দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

এ বিষয়ে এনবিআরের জনসংযোগ কর্মকর্তা মো. আল-আমিন শেখ বলেন, ‘ভুয়া তথ্য ছড়িয়ে রাজস্ব প্রশাসনে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা চরম দায়িত্বজ্ঞানহীন। আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে তদন্ত করছি এবং প্রয়োজনে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।’

জাতীয় রাজস্ব বোর্ড সূত্রে জানা গেছে, এই ধরনের সাইবার অপরাধের উৎস চিহ্নিত করতে সংশ্লিষ্ট নিরাপত্তা সংস্থার সহায়তায় তদন্ত চালানো হচ্ছে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews