উইন্ডোজ ১১-এর প্রিন্টিং ফিচার এবার উইন্ডোজ ১০-এ মিলবে। ফলে প্রিন্টিং ফিচারে পিন যুক্ত করা যাবে। উইন্ডোজ ১০-এর ২২এইচ২ সংস্করণের আপডেটে এই ফিচার ছেড়েছে মাইক্রোসফট। ফিচারটি পেলে পিন যুক্ত করার অপশন পাবেন ব্যবহারকারীরা।

বিজ্ঞাপন

পিন সেট করলে প্রতিবার প্রিন্ট করার আগে নির্দিষ্ট পিন দেওয়ার প্রয়োজন পড়বে। প্রায় প্রতিটি অফিসেই একের অধিক প্রিন্টার থাকে। একই ডকুমেন্ট দুবার প্রিন্ট করা বা ভুল করে অন্য কোনো ডকুমেন্ট প্রিন্ট করা ঠেকাতে কাজে লাগবে এই ফিচার। মাইক্রোসফট জানিয়েছে, নির্দিষ্ট একটি পিন ব্যবহারের ফলে কাগজ অপচয়ের হার কমানো সম্ভব হবে। এদিকে উইন্ডোজ ১১তে আরো একটি নতুন ফিচার যুক্ত করতে যাচ্ছে মাইক্রোসফট। ফিচারটির নাম হবে প্রাইভেসি অডিটিং। এটি ব্যবহার করে ব্যবহারকারীরা মাইক্রোফোন, ক্যামেরা ও লোকেশন ডেটা নেওয়ার অ্যাপগুলোর নাম জানতে পারবে। সূত্র : গ্যাজেটস ৩৬০



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews