কক্সবাজারের (চকরিয়া-পেকুয়া) সংরক্ষিত নারী আসনের সাবেক এমপি ও বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি সাফিয়া খাতুনকে গ্রেফতার দেখিয়েছেন ঢাকার একটি আদালত। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর মিরপুর মডেল থানা এলাকায় সোয়াইব রহমান নামে এক ব্যক্তিকে হত্যাচেষ্টার অভিযোগের মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

সোমবার (১৬ জুন) সাফিয়া খাতুনকে কারাগার থেকে ঢাকার চিফ মেট্রোপলটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এসময় মমলার তদন্তকারী কর্মকর্তা তাকে এ মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেন।

আরও পড়ুন

এর পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহ আবেদনটি মঞ্জুর করেন। গ্রেফতার দেখানোর পর তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।

গত বছরের ৩০ নভেম্বর রাতে রাজধানীর পল্লবী থানাধীন বালুঘাট এলাকায় মিছিলের প্রস্তুতির সময় সাফিয়া খাতুনকে গ্রেফতার করে পুলিশ। পর দিন ১ ডিসেম্বর পল্লবী থানার আকরাম হোসেন রাব্বি হত্যা মামলায় তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আব্দুল ওয়াহাব।

সোয়াইব রহমান হত্যাচেষ্টা মামলার অভিযোগে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত বছরের ৪ আগস্ট সরকার পতনের আন্দোলনে অংশ নেন বাদী সোয়াইব রহমান। মিরপুর-১০ নম্বর এলাকায় অবস্থানকালে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের এজাহারনামীয় অস্ত্রধারীদের ছোড়া গুলিতে শরীরের পেছনের অংশ কোমরের নিচে গুলিবিদ্ধ হয়ে মাটিতে পড়ে যান তিনি।

আরও পড়ুন

এসময় ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীরা ও অন্য ছাত্র-জনতা ভিকটিমকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। এ ঘটনায় ১ ডিসেম্বর মিরপুর মডেল থানায় ভিকটিম সোয়াইব রহমান বাদী হয়ে একটি হত্যাচেষ্টা মামলা করেন।

এমআইএন/এমকেআর/এমএস



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews