কিংবদন্তি ব্যান্ডশিল্পী আইয়ুব বাচ্চুর স্মরণে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রবর্তক মোড়ে স্থাপিত গিটারের ভাস্কর্য বুধবার আনুষ্ঠানিকভাবে উন্মোচন করবেন নগরীর মেয়র আ জ ম নাছির উদ্দীন।

'রুপালি গিটারের কবি'খ্যাত এই শিল্পী গত বছরের ১৮ অক্টোবর মৃত্যুবরণ করেন। তার স্মৃতির প্রতি সম্মান জানাতে ভাস্কর্যটি নির্মাণ করে চসিক। সাড়ে চার ফুট বেদির ওপর বসানো গিটারটি গত সোমবার পর্যন্ত কালো চাদরে ঢেকে রাখা হয়েছিল।

অনাবৃত করার পর থেকেই গিটারকে ঘিরে বাচ্চু ভক্তদের আনাগোনা শুরু হয়েছে। কেউ গিটারের ছবি তুলে ফেসবুকে ছড়িয়ে দেন। কেউ আবার গিটারকে ফ্রেমে এনে তোলেন সেলফি। নগরের সৌন্দর্যবর্ধনের অংশ হিসেবে তিন কোটি টাকায় নির্মাণকাজটি করছে বেসরকারি প্রতিষ্ঠান আর্ডিওস ইঙ্ক ও স্ট্ক্রিপ্ট।

চসিকের প্রধান নগর পরিকল্পনাবিদ একেএম রেজাউল করিম জানান, গোলপাহাড় মোড় থেকে প্রবর্তকের দিকে যাওয়ার সময় গিটারটির সামনের অংশ চোখে পড়বে। এ ছাড়া চারপাশ থেকে গিটার ও বর্ণিল আলোর ফোয়ারার সৌন্দর্য নজর কাড়বে। স্টিলের পাতে তৈরি গিটারটিতে ছয়টি তার রয়েছে। ১৮ ফুট উঁচু গিটারটি চমকে দিচ্ছে যাত্রী-পথচারীদের। রাতের আঁধারে দূর থেকে আসা গাড়ির হেডলাইটও অপরূপে প্রতিবিম্বিত হচ্ছে। আবার যখন ফোয়ারার জল আছড়ে পড়ে গিটারে তখন শোকের আবহ ছড়িয়ে পড়ে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews