পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো, বয়স ৪০। অথচ এটি তাঁর কাছে কেবলই একটি সংখ্যা। বয়সের সঙ্গে যেন তাঁর খেলার ধার দিনদিন বাড়ছে। বয়স ও পতনের কোনো লক্ষণ না দেখিয়ে চলতি মাসের শুরুতে ফাইনালে স্পেনকে হারিয়ে উয়েফা নেশন্স লিগের শিরোপা জিতেছে পর্তুগাল। এবার সৌদি প্রো লিগের দল আল নাসরে থাকার মেয়াদ বাড়িয়ে ২০২৭ সাল পর্যন্ত চুক্তি নবায়ন করেছেন রোনালদো। বৃহস্পতিবার দলটি বিবৃতিতে এ খবর জানিয়েছে। চুক্তির পর সমাজমাধ্যমে রোনালদো লিখেছেন, ‘নতুন অধ্যায় শুরু। একই আবেগ, একই স্বপ্ন। চলো একসঙ্গে ইতিহাস গড়ি।’ এর আগে ২০২২ বিশ্বকাপের পর ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে ফ্রি এজেন্ট হয়ে যান তিনি। পরে ২০ কোটি মার্কিন ডলারের চুক্তিতে আল নাসরে যোগ দেন ক্লাবের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ১০৫ ম্যাচে ৯৩ গোল করা রোনালদো। তিন বছর ধরে সর্বোচ্চ উপার্জনকারী অ্যাথলেটের তালিকার শীর্ষে তিনি। মোট আয় ধরা হয় প্রায় ২৭৫ মিলিয়ন ডলার। এদিকে ৯৩৮টি গোল করে ১ হাজার গোলে পৌঁছানোর লক্ষ্যও তাঁর। ক্লাব পর্যায়ে ৭৯৪ গোল আর পর্তুগালের হয়ে ১৩৮ বার জালের দেখা পেয়েছেন তিনি।