আপনার স্মার্টফোনে এমন কিছু অ্যাপ থাকতে পারে যেগুলো গোপনে আপনার তথ্য চুরি করছে বা ব্যাটারি ও ডেটা খরচ করে দিচ্ছে অপ্রয়োজনীয়ভাবে। সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা সম্প্রতি সতর্ক করেছেন—বিশ্বজুড়ে বহু স্মার্টফোন ব্যবহারকারীর অজান্তেই তাদের ফোনে থাকা কিছু সাধারণ অ্যাপই বড় বিপদের কারণ হয়ে উঠছে।

নিচে এমন ৩টি বিপজ্জনক অ্যাপের তালিকা দেওয়া হলো, যেগুলো এখনই ডিলিট না করলে আপনার ব্যক্তিগত তথ্য হ্যাক হওয়ার সম্ভাবনা রয়েছে।

১. ফ্রি ভিপিএন অ্যাপ (অপরিচিত ডেভেলপার)

অনেক ফ্রি ভিপিএন অ্যাপ দাবি করে আপনার পরিচয় গোপন রাখবে, অথচ বাস্তবে এগুলোই আপনার ব্রাউজিং হিস্ট্রি, লোকেশন ও ব্যক্তিগত তথ্য গোপনে সংগ্রহ করে। এসব অ্যাপ অনেক সময় ম্যালওয়্যার বা স্পাইওয়্যার যুক্ত হয়ে আসে।

২. ব্যাটারি সেভার বা ক্লিনার অ্যাপ

এই ধরনের অ্যাপ দাবি করে ফোন দ্রুত চালাবে ও ব্যাটারি বাঁচাবে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই এগুলো ফোনের ব্যাকগ্রাউন্ডে অপ্রয়োজনীয় বিজ্ঞাপন চালিয়ে দেয়, যা আপনার ফোন ধীর করে দেয় ও ডেটা খরচ বাড়িয়ে দেয়।

৩. টর্চ অ্যাপ

বর্তমানে স্মার্টফোনে বিল্ট-ইন ফ্ল্যাশলাইট ফিচার থাকলেও অনেকেই এখনও আলাদা টর্চ অ্যাপ ব্যবহার করেন। এই অ্যাপগুলো প্রায়শই অতিরিক্ত পারমিশন চায়, যেমন কন্ট্যাক্ট, লোকেশন বা স্টোরেজ অ্যাক্সেস—যা তথ্য চুরির জন্য বিপজ্জনক।

বিশেষজ্ঞদের পরামর্শ:
ফোনে অ্যাপ ইনস্টল করার আগে অবশ্যই অ্যাপটির ডেভেলপার, রিভিউ ও পারমিশন দেখে নিন। অপ্রয়োজনীয় ও সন্দেহজনক অ্যাপগুলো অবিলম্বে ডিলিট করুন। নিরাপদ থাকতে প্লে স্টোর বা অ্যাপ স্টোরে বিশ্বস্ত ও ভেরিফায়েড অ্যাপই ব্যবহার করুন।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews