“আমরা এখানে গ্যাস-বিদ্যুতের সাশ্রয় করতে নতুন নতুন কৌশল উদ্ভাবন করেছি। মিথিলা টেক্সটাইলের পাশেই তাদের রাইসমিল রয়েছে। তারা কারখানার বয়লার থেকে বাস্প নিয়ে সেটা ধান ভাঙানোর কাজে ব্যবহার করছে। এভাবেই আমরা আমাদের সেক্টরকে টেকসই ও জ্বালানি সাশ্রয়ী করে তুলছি।”

পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেন, “মিথিলা টেক্সটাইল কীভাবে তাদের পরিবেশ সম্মত উদ্যোগ গ্রহণ করে সারা বিশ্বে শ্রেষ্ঠত্বের আসন নিয়েছে- আজ আপনারা তা দেখলেন। আমরা আমাদের এই অর্জন বিশ্বের কাছে তুলে ধরতে চাই। ঢাকায় অবস্থানরত হাই কমিশনাররা নিশ্চয় এই বিষয়গুলো নিজ নিজ দেশে তুলে ধরবেন।

“কেবল মিথিলা টেক্সটাইল নয়, বিশ্বের সেরা ১০টি পরিবেশ সম্মত কারখানার মধ্যে সাতটিই বাংলাদেশে অবস্থিত। এসব নিয়েই বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় পোশাক রপ্তানিকারক দেশ।”



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews