উৎসবমুখর বিভাগীয় বিতর্ক

রাজশাহীতে চ্যাম্পিয়ন জয়পুরহাট

‘বিতর্ক মানেই যুক্তি, বিজ্ঞানে মুক্তি’ প্রতিপাদ্যে বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন ও সমকালের যৌথ উদ্যোগে এবং সুহৃদ সমাবেশের আয়োজনে চলছে ‘বিএফএফ-সমকাল দশম জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব’। আয়োজনের পাওয়ার্ড বাই শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি। জেলার চ্যাম্পিয়নদের অংশগ্রহণে বিভাগীয় বিতর্ক উৎসবের ছবি ও খবর নিয়ে আয়োজন…

রোববার সকাল। সূর্যের প্রখরতা বাড়ার আগেই রাজশাহী কলেজ মিলনায়তনে হাজির হতে শুরু করে শিক্ষার্থীরা। রাজশাহী বিভাগের আট জেলার চ্যাম্পিয়ন দল মুখোমুখি হবে বিতর্ক প্রতিযোগিতার মঞ্চে। তাদের মধ্যে ব্যতিক্রম ছিল জয়পুরহাট জেলার চ্যাম্পিয়ন দল। এটি জেলা সদরের কোনো স্কুল নয়। তবুও তারা সবাইকে হারিয়ে চূড়ান্ত প্রতিযোগিতায় অবতীর্ণ হয়।  শক্ত যুক্তি দিয়ে বিচারকদের নজর কাড়ছিল বিপক্ষ দল পাবনা কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। তবে তাদের সব যুক্তি খণ্ডন করে এগিয়ে যায় জয়পুরহাট জেলার কালাই ময়েনউদ্দীন সরকারি উচ্চ বিদ্যালয়। অর্জন করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব। শ্রেষ্ঠ বক্তা হয় চ্যাম্পিয়ন দলের দলনেতা মাফরুহা আকতার মোহনা। এভাবেই যুক্তি আর তর্কে জমে ওঠে রাজশাহী বিভাগীয় উৎসব। চূড়ান্ত পর্বের বিতর্কে মডারেটর ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) সহকারী অধ্যাপক রাদিয়া আওয়াল তৃষা। বিচারকের দায়িত্বে ছিলেন সহযোগী অধ্যাপক অভিজিৎ রায়, রাজশাহী মেডিকেল কলেজ ডিবেটিং ক্লাবের সভাপতি রফিক রোহান শাহ, গ্রুপ অব লিবারেল ডিবেটার্সের সাবেক সাধারণ সম্পাদক সাওদা জামান রিশা, গ্রুপ অব লিবারেল ডিবেটার্সের সাধারণ সম্পাদক আব্দুলাহ আল নীল, বুয়েট ডিবেটিং ক্লাবের সদস্য মারুফ হাসান হাসিব।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার তরফদার মোহাম্মদ আখতার জামিল। অতিথি ছিলেন– রাবির অধ্যাপক জান্নাতুল ফেরদৌস শিল্পী, রাজশাহী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক হবিবুর রহমান, অধ্যক্ষ অধ্যাপক আবদুল খালেক, রাবির সহযোগী অধ্যাপক আমিরুল ইসলাম কনক, সহযোগী অধ্যাপক অভিজিৎ রায়, রাদিয়া আওয়াল তৃষা, সমকালের নাটোর প্রতিনিধি নবিউর রহমান পিপলু, জয়পুরহাট প্রতিনিধি শাহারুল আলম, সুহৃদ নাটোরের সভাপতি অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, ইসলামী ব্যাংক মেডিকেল কলেজের প্রভাষক ডা. মুসাদ্দিকুন নাহার শুকরিয়া, সুহৃদ রাবি সভাপতি ইমরান হোসেন, রামেক সুহৃদ সভাপতি নাফিউ ইসলাম সেতু, সাধারণ সম্পাদক ফারজানা লিজা, রাবি সুহৃদের সাবেক সাধারণ সম্পাদক লিখন আহম্মেদ।
বিচারক দায়িত্বে ছিলেন– রাবির বিতার্কিক রুবাইয়া জান্নাত, আব্দুল্লাহ আল নীল, সাওদা জামান রিশা, আব্দুল আজিজ, আসাদুজ্জামান সিয়াম, রোমান, মাহফুজ, জান্নাতুল ইফতি, লিখন আহমেদ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডিবেটিং অর্গানাইজেশনের সদস্য মৌমিতা মম।

প্রতিযোগিতায় অংশ নেওয়া অন্য দলগুলো হলো– রাজশাহীর গভ. ল্যাবরেটরি হাই স্কুল, নওগাঁর বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ, সিরাজগঞ্জের বিদ্যুৎ উন্নয়ন বোর্ড মাধ্যমিক বিদ্যালয়, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, বগুড়ার আর্মড পুলিশ ব্যাটালিয়ন স্কুল ও নাটোরের পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ। v

সমন্বয়ক সুহৃদ সমাবেশ, রাজশাহী ও রাবি



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews