তিন দিনের সফর শেষে ঢাকা ছাড়লেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। বুধবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বিদায় জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

এর আগে সোমবার রাত সোয়া ৯টার দিকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো ঢাকায় আসেন তিনি।

বিমানবন্দরে পৌঁছলে তাকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন। এ সময় ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলি উপস্থিত ছিলেন।

তিন দিনের এই সফরে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে তিস্তাসহ ৫৪টি অভিন্ন নদীর পানিবণ্টন, দুই দেশের মধ্যে বাণিজ্য, বিদ্যুৎ ও জ্বালানি খাত, প্রধানমন্ত্রীর আসন্ন ভারত সফরের বিষয়ে আলোচনা হয়।

এ ছাড়া সীমান্তে নিরাপত্তা ও শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে কীভাবে ভারত বাংলাদেশের অংশীদার হবে, তা নিয়েও আলোচনা হয়েছে।

এদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী অক্টোবরে ভারতে দ্বিপক্ষীয় সফরের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছেন।

সফররত ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর গণভবনে সৌজন্য সাক্ষাৎ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমন্ত্রণপত্র হস্তান্তর করেন।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews