বিশ্বব্যাপী জুন মাসের তৃতীয় রোববার পালিত হয় ‘বাবা দিবস’। যা উৎসর্গ করা হয় সেই মানুষটির প্রতি, যিনি নীরবে নিভৃতে সারাজীবন সন্তানের ভবিষ্যৎ গড়তে নিরলসভাবে পরিশ্রম করে গেছেন। বাবার অবদান, ত্যাগ, নিঃশব্দ ভালোবাসা আর অদম্য সংগ্রাম প্রতিদিনই অনুপ্রেরণা জোগায়।

বিশেষ দিনটি উপলক্ষে বুটেক্সের একাধিক শিক্ষার্থীর সাথে কথা বললে ভেতরের অপ্রকাশিত অনুভূতির কথা জানায় তারা। জানা যায় তাদের জীবনে বাবার প্রভাব কতটা গভীর!

‘হয়তো সর্বদা বলা হয় না, কিন্তু বাবা আমার জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা, আমার মেরুদণ্ড!’

– খোশবুবা আলম ব্রতী, ৪৭তম ব্যাচ, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজম্যান্ট

তিনি বলেন, ‘বাবা আবৃত্তির প্রথম অনুপ্রেরণা। জীবনের প্রতিটি সিদ্ধান্তে বাবার আদর্শ ও শিক্ষা আজও পথ দেখায় আমায়। যেন এক অদৃশ্য মেরুদণ্ড!’

‘আমার কুল ড্যাড-টাই আমায় উড়াল দেয়ার সাহস দিয়েছে।’

– সুমাইয়া বিনতে সামজাদ, ৪৮তম ব্যাচ, টেক্সটাইল ফ্যাশন অ্যান্ড ডিজাইন

তিনি জানান, ‘বাবার কাছ থেকেই জীবনে নিজের পছন্দে এগিয়ে যাওয়ার সাহস পেয়েছেন। প্রতিটি ছোট প্রয়াসে তিনি বাবার মুখে হাসি দেখতে চান।’

‘বাবার ধৈর্য আর দৃঢ়তা, আমার এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা।’

– তায়াসসুক ইমাম, ৪৮তম ব্যাচ, ফেব্রিক ইঞ্জিনিয়ারিং

‘বাবার নীরব সংগ্রাম ও কঠোর পরিশ্রম জীবনের ভিত্তি গড়ে দিয়েছে। অনুভবটাই বাবা দিবসের আসল উদযাপন।’

‘ব্যর্থতা থেকে ঘুরে দাঁড়ানোর অনুপ্রেরণা বাবার কাছ থেকেই পাই।’

– আবদুল্লাহ আল রাফি ফাইয়াস, ৪৬তম ব্যাচ, টেক্সটাইল মেশিনারি ডিজাইন অ্যান্ড মেইনটেন্যান্স

অনুভূতি প্রকাশ করতে গিয়ে এ শিক্ষার্থী বলেন, ‘ছোটবেলা থেকে বাবাই ছিলেন আমার শিক্ষক। সবকিছুর দিকনির্দেশক। ব্যর্থতার সময়ও তিনিই শক্তি যুগিয়েছেন। হাত ধরে এগিয়ে দিয়েছেন জীবনের অনেকটা রাস্তা’

‘বাবা, তুমি সবসময় ছায়ার মতো ছিলে, আছো, থাকবে।’

– সানজিদা আফরিন, ৪৯তম ব্যাচ, অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং

তিনি বলেন, ‘ছোটবেলায় কঠিন মনে হলেও, বাবার নীরব ভালোবাসা এখন বুঝতে পারি ঢের‌।

প্রতিটি সিদ্ধান্তের পেছনে ছিল বাবার সাহস জোগানো কঠিন হাত।‘

‘তুমি আমার জীবনের আসল হিরো, বাবা!’

– সাদমান হাফিজ, ৫০তম ব্যাচ, ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং

এ শিক্ষার্থী জানান, ‘জীবনের প্রতিটি বাঁকে বাবার বলা কথাগুলোই তাকে আশ্বস্ত করেছে। বাবার শ্রম আর সততাই তার আদর্শ ও সম্বল।’

এ ছোট ছোট কথাগুলো যেন এক একটি হৃদয়স্পর্শী কৃতজ্ঞতা। হয়তো সমাজে মা দিবসের মতো জাঁকজমকপূর্ণ না হলেও প্রতিটি সন্তানের হৃদয়ে বাবার জায়গা ঠিকই অমলিন। বাবারা হয়তো মুখে বলেন না, তবুও তাদের নিঃশব্দ উপস্থিতি, ত্যাগ আর ভালোবাসার ঋণ কখনোই শোধ হবে এক জনমে!



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews