ঈদ আসলেই যেন আনন্দে মাতোয়ারা সবাই, যেন খুশিতে মন ভরে ওঠে সকল মানুষের। ঈদের ব্যস্ততায় শহর ছেড়ে মানুষ ছুটে চলে নিজের চিরচেনা সেই শেকড়ে। তবে সবার জন্য সে আনন্দ সবসময় সমান হয় না। আমাদের দেশে ঈদ এলে যখন যানবাহনে অতিরিক্ত ভাড়া আদায় করা হয় তখন বেশ বিপাকে পড়ে নিম্ন আয়ের মানুষরা। এবার তেমনই এক ঘটনা ঘটেছে গাইবান্ধা জেলার ফকিরহাটের মধ্যবয়সী মো. রাজুর সঙ্গে। তবে বাংলাদেশ সেনা বাহিনীর সহায়তায় তাকে বাড়ি পাঠানো হলে এতে মুগ্ধ হয়েছেন অভিনেত্রী তমা মির্জা।

বৃহস্পতিবার (৫ জুন) গণমাধ্যমে এমনই এক প্রতিবেদন প্রকাশের পর তা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে গাইবান্ধার রাজুকে বাড়ির ফেরার জন্য সাহায্য করেছেন বাংলাদেশ সেনাবাহিনী সদস্যরা।

এখানেই শেষ না, সেনাবাহিনী সদস্যরা রাজুকে ঈদসামগ্রী উপহার দেন। এ সময় সাইকেলে বাড়ির ফেরার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ২ হাজার টাকায় টিকিট কিনলে পোলাপান খাবি কী?

এ বিষয়ে মুগ্ধ হয়ে ৬ জুন তমা মির্জা নিজের সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘ভালোবাসা আর ভালো মানুষ এখনো আছে’



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews