ইরাকের পার্লামেন্ট স্পিকার মাহমুদ আল-মাশহাদানি বলেছেন, সাম্প্রতিক আরোপিত যুদ্ধে ইসরাইলি দখলদার শাসন সরাসরি যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশের সমর্থন পেলেও ইসলামি প্রজাতন্ত্র ইরান তাদের বিরুদ্ধে বড় জয় অর্জন করেছে।

সোমবার (২১ জুলাই) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে মেহর নিউজ।

পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি কমিটির ইরানি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে এ মন্তব্য করেন আল-মাশহাদানি।

তিনি সাম্প্রতিক ইসরাইল-ইরান যুদ্ধে ইরানের বিজয়ে অভিনন্দন জানিয়ে বলেন, ‘যুদ্ধে ইসরাইলি দখলদাররা বোমা হামলার ভয়ে আশ্রয়কেন্দ্রে লুকিয়ে থাকলেও ইরানের জনগণ স্বাভাবিক জীবনযাপন করেছে এবং বাড়ির ছাদে উঠে দাঁড়িয়ে ইসরাইলি শাসনকে উপহাস করেছে।’

তিনি আরও বলেন, ইরানের জনগণ ইরাকের জন্য গর্বের কারণ। ইরান এবং ইরাক দুই প্রতিবেশী দেশ, যাদের অভিন্ন নীতি ও স্বার্থ রয়েছে। এ সময় বাগদাদ ও তেহরানের মধ্যে সম্পর্ককে আরও দৃঢ় করার ওপর জোর দেন মাশহাদানি।

আরও পড়ুন

আরও পড়ুন

‘ইরান-সমর্থিত হুথি’ বলা হয়, কিন্তু ‘যুক্তরাষ্ট্র-সমর্থিত আইডিএফ’ বলা হয় না কেন

‘ইরান-সমর্থিত হুথি’ বলা হয়, কিন্তু ‘যুক্তরাষ্ট্র-সমর্থিত আইডিএফ’ বলা হয় না কেন

ইরানের ভূখণ্ডে কোনো আক্রমণ হলে ইরাক পাশে থাকবে উল্লেখ করে তিনি বলেন, ‘ইরাককে সন্ত্রাসী সংগঠন আইএসআইএল-এর দখলদারিত্ব থেকে মুক্ত করতে ইরান যে ভূমিকা রেখেছে, তার জন্য ইসলামি প্রজাতন্ত্র ইরানকে সম্মান করা হয়।’

মাশহাদানি ইসলামি দেশগুলোর মধ্যে সহযোগিতা জোরদার এবং কার্যকর সংহতি গড়ে তোলার ওপরও গুরুত্বারোপ করেন।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews