নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডেতে দলে ফের ডাক পেয়েছেন পেসার খালেদ আহমেদ ও ব্যাটার আফিফ হোসেন। তাসকিনের পেটের পীড়ারর কারণে খালেদকে দলে ডাকা হলেও আফিফকে কার জায়গায় দলে ডাকা হয়েছে তা নিশ্চিত নয়।
এর আগে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে শেষ ওয়ানডের জন্য ১৪ জনের দল দেওয়া হয়েছিল। নিয়মিত অধিনায়ক সাকিব বিশ্রামে থাকায় কাপ্তানির ভার পেয়েছিলেন লিটন কুমার দাস। লিটনের হঠাৎ অসুস্থতায় অধিনায়কত্বের ভার পেয়েছেন শান্ত।
তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম দলের ফেরায় দ্বিতীয় ওয়ানডেতে অভিষেক হওয়া খালেদ বাদ পড়েছিলেন।তবে আফিফকে দলে ডাকা একটু বিস্ময়করই বটে। এশিয়া কাপে বাজে পারফর্ম করে দল থেকে ছিটকে গিয়েছিলেন এই ব্যাটার।
বিডি প্রতিদিন/নাজমুল