রাজশাহীর কাটাখালী এলাকা থেকে অপহৃত ১৩ বছর বয়সি এক স্কুলছাত্রীকে উদ্ধার করেছে র‌্যাব। একইসঙ্গে অপহরণের মূলহোতা মো. বিশালকে (২৪) নামে এক তরুণকে গ্রেফতার করেছে তারা।

মঙ্গলবার রাতে নগরীর কাশিয়াডাঙ্গা থানার কাঠালবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে বিশালকে গ্রেফতার করা হয়। বিশাল ওই এলাকার মৃত আলমের ছেলে।

র‌্যাব সূত্র জানায়, কাটাখালী এলাকার স্থানীয় একটি স্কুলে পড়তো অপহরণের শিকার ছাত্রী। ওই স্কুলছাত্রীকে প্রেম নিবেদন করে সাড়া পায়নি বিশাল। এরপর থেকে ছাত্রীটিকে উত্যক্ত করে আসছিল তিনি।

গত ২৪ জুন সকালে স্কুলে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয় ওই স্কুলছাত্রী। পথিমধ্যে তার পথরোধ করে বিশাল ও তার সহযোগীরা তাকে অপহরণ করেন। এ ঘটনায় গত ২৬ জুন কাটাখালী থানায় একটি মামলা হয়।

মামলার তদন্ত কর্মকর্তার অনুরোধে র‌্যাব-৫ এর একটি দল অভিযানে নামে। অভিযানে অপহৃত কিশোরীকে উদ্ধার এবং অপহরণের মূলহোতা বিশালকে গ্রেফতার করা হয়। অপহরণকারী বিশালকে কাটাখালী থানায় সোপর্দ ও আদালতের মাধ্যমে স্কুলছাত্রীকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।  



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews