ভারতেকরোনার দ্বিতীয় ঢেউয়ে টালমাতাল গোটা ভারত। দেশটিতে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। সরকারি হিসেবে করোনা শনাক্তের সংখ্যা দুই কোটি ছাড়িয়েছে। তাই স্বাস্থ্যবিধি মানাতে মাস্ক পর ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারে জোর দিয়েছে সরকার।ফলে সবত্র হ্যান্ড স্যানিটাইজারের ব্যবহার বাড়ানো হয়েছে।
এর পরিপেক্ষিতে এটিএম বুথে রাখা হয়েছে হ্যান্ড স্যানিটাইজার। এক গ্রাহক টাকা তুলতে এসে স্যানিটাইজারটি ব্যাগে তুলে নিয়ে যান। ভারতের একটি এটিএম বুথে এমন ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে।
৩৩ সেকেন্ডের সিসিটিভি ফুটেজে দেখা যায় টাকা তোলার পর অত্যন্ত শান্তভাবে স্যানিটাইজার বোতলটিকে স্ট্যান্ড থেকে সরিয়ে নিজের ব্যাগে চালান করেন এক ব্যক্তি। এরপর সটান বেরিয়ে যান এটিএম থেকে।
গত শুক্রবার নিজের টুইটার পেজে ভিডিওটি শেয়ার করেছেন আইপিএস অফিসার দীপাংশু কোবরা।
নেটিজেনদের কেউ কেউ আবার ভিডিওটি রিটুইট করে লোকটির এমন কাজকে নক্ক্যারজনক ঘটনা বলে মন্তব্য করেছেন। কেউ বলছে, লজ্জার ব্যাপার। আবার কেউ বলছে, ভিডিওটি এতোটাই ভাইরাল করে দেওয়া উচিত যাতে লোকটি অবশ্যই ধরা পড়ে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ওই ব্যক্তিকে শনাক্ত করার কথাও বলেছেন অনেকে।
These are kleptomaniac. ?
— Dipanshu Kabra (@ipskabra) April 30, 2021
देश मे लाखों ATM हैं. इन मूर्खों से सैनिटाइजर बचाने के लिए हर ATM में 200-300रु का पिंजड़ा लगाना पड़े तो सैकड़ों करोड़ रु इसी में लगेंगे.
आपके मर्यादित आचरण से ये पैसे बचते और आपकी भलाई में ही लगते...
खैर... #HumNahiSudhrenge. pic.twitter.com/6zB94qV9FC