এই প্রজন্মের দর্শকপ্রিয় অভিনয়শিল্পী শামীম হাসান সরকার ও সামান্তা পারভেজ। নিয়মিত জুটি বেঁধে অভিনয় করছেন তারা। শামীম ও সামান্তা প্রথম একসঙ্গে ‘হাউজ হাসবেন্ড’ নাটকে অভিনয় করেন। এরপর বেশকিছু নাটকে তাদের দেখা যায়।

সম্প্রতি তারা জুটি বেঁধে অভিনয় করেছেন ‘ইন আ রিলেশনশিপ’ নামের একটি একক নাটকে। স্যাড ও রোমান্টিক ঘরানার এই নাটকের মাধ্যমে প্রথমবার পরিচালনায় নাম লেখালেন প্রযোজক রাকিবুল হাসান তানভীর। লুমিনো পিকচার্স-এর ব্যানারে তিনি সম্প্রতি নাটকটির শুটিং শেষ করেছেন। রাজধানীর বিভিন্ন মনোরম লোকেশনে এর দৃশ্য ধারণ হয়েছে। নাটকটির চিত্রনাট্য লিখেছেন সুস্ময় সুমন।

নির্মাতা জানান, নাটকটিতে সমসাময়িক ভালোবাসা, সম্পর্কের জটিলতা এবং মানসিক দ্বন্দ্ব খুব সংবেদনশীলভাবে তুলে ধরা হয়েছে।

শুটিংয়ে শামীম ও সামান্তার মাঝে নির্মাতা-প্রযোজক





এ প্রসঙ্গে অভিনেত্রী সামান্তা পারভেজ বলেন, ‘দারুণ একটি গল্পে নির্মিত হয়েছে এটি। এর আগেও আমাদের জুটির নাটক দর্শক পছন্দ করেছে। আশা করছি, এই নাটকটিও সবার ভালো লাগবে।’

জানা গেছে, শিগগিরই ‘ইন আ রিলেশনশিপ’ নাটকটি ফেসবুক ও ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews