বাগমারা (রাজশাহী) সংবাদদাতা : রাজশাহীর বাগমারা শিয়াল মারার ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুুল মমিন (৩৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত আব্দুল মমিন উপজেলার কাচারী কোয়ালপাড়া ইউনিয়নের মোহনপুর গ্রামের মৃত আহসান হাবিবের ছেলে। গত শনিবার (১৪ জুন) সকালে উপজেলার মোহনপুর গ্রামের একটি পোলট্রি খামার থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, ভোরে তিনি বাড়ি থেকে বাহিরে হাটতে গিয়ে যে কোনো এক সময়ে এ দুর্ঘটনা ঘটে বলে ধারনা করছেন এলকাবাসী জানিয়েছেন।
আব্দুল মমিনের বড় ভাই আশরাফুল ইসলাম বলেন, মমিন
এক ধরনের মানসিক রোগী ছিলেন। বিয়ে করেননি তিনি। নিজের মতো চলাফেরা করতেন। প্রতিদিন মত মমিন ভোর রাতে হাটার জন্য বাড়ি থেকে বের হয়ে আবার বাড়ি ফিরে আসতেন।
বড় ভাই আশরাফুল বলেন, আব্দুল মমিন রাতের খাবার খেয়ে বাড়িতে ঘুমিয়ে ছিলেন। ভোর রাতে তিনি বাড়ি থেকে হাটতে বের হয়ে আর ফেরেননি। সকালে একই গ্রামের ইউসুফ আলীর পোলট্রি খামারের পাশে চিকন লৌহার তারের সঙ্গে জড়িয়ে তাঁকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। এরপর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। সকাল ১০টার দিকে সেখানে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।
অরক্ষিত বৈদ্যুতিক তার সংযোগ দিয়ে শিয়াল থেকে মুরগী রক্ষা করতে গিয়ে সে ফাঁদে মমিনের অকাল মৃত্যুর ঘটনা ঘটেছে। মুরগী খামারের মালিক ইউসুফ আলী নিজের বুল শিকার করে জানান, ফাঁদ পাতা তার ঠিক হয়নি। তিনি বলেন, ঈদের আগে এলাকায় শিয়ালের উপদ্রব বেড়ে যায়। প্রতি রাতেই খামারে শিয়ালে হামলা দিয়ে মুরগি মেরে ফেলে। এক দিনে ৫০টি মুরগি তার খেয়েছে শিয়ালে। এ জন্য খামারের পাশে খোলা তার দিয়ে রক্ষা করার চেষ্টা ছিল।
বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে নিহতের লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। ওই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানিয়েছেন।