ঢাকার উত্তরায় দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে ৩১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৬৫ জন। এই ঘটনায় শোকের ছায়া দেশজুড়ে। মর্মান্তিক দুর্ঘটনায় আজ মঙ্গলবার রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। এই শোকের দিনেই মাঠে নেমেছে বাংলাদেশ ও পাকিস্তান। ম্যাচ শুরুর আগে তারা এক মিনিট নীরবতা পালন করেন হতাহতদের স্মরণে।
এদিন শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। মাঠে নামার আগে দুই দলের ক্রিকেটাররা সারিবদ্ধ হয়ে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন। পাশাপাশি দুই দলের খেলোয়াড়, কোচিং স্টাফ ও ম্যাচ অফিসিয়ালরা কালো ব্যাজ পরে মাঠে নেমেছেন।
ম্যাচ চলাকালে কোনও ধরনের সংগীত বাজানো হবে না বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় বিসিবি। তারা নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।