শনিবার বিকালে কোম্পানিটির তেজগাঁও শো রুম চত্বরে এক আয়োজনে জাপানের গাড়ি প্রস্তুতকারক নিশানের এ মডেলের বিক্রির কার্যক্রম উদ্বোধন করা হয়।

প্যাসিফিক মটরসের ব্যবস্থাপনা পরিচালক ইন্তেখাব মাহমুদ বলেন, নিশান আলমেরা ১০০০ সিসির গাড়ি হওয়ায় বছর শেষে কম কর দিতে হবে। গাড়ি চালাতে তেলও কম লাগবে।

গাড়িটির দাম কত হবে সেটি জানানো হয়নি সংবাদ সম্মেলনে। ইন্তেখাব বলেন, দাম নিয়ে আলোচনা চলছে। এখন একটু বশি পড়তে পারে সামনে হয়তো কমে আসবে।

অল-নিউ নিশাল আলমেরার যাত্রা শুরু আয়োজনে প্রধান অতিথি ছিলেন ঢাকায় থাইল্যান্ডের রাষ্ট্রদূত মাকাওয়াদি সুমিত্মর।

আরও উপস্থিত ছিলেন কোম্পানির উপ পরিচালক ফারজানা খান, সহ পরিচালক মো. নাজিমুল হকসহ অন্যান্য পরিচালক, বিভাগীয় প্রধান ও জ্যেষ্ঠ কর্মকর্তারা।

সংবাদ সম্মেলনে জানানো হয়, অল-নিউ নিশান আলমেরা মডেলটি নিশানের ‘ইমোশনাল জিওমেট্রি’ বা ‘অনুভবের জ্যামিতি’ শীর্ষক ডিজাইন-ভাষার অধীনে পরিচালিত পুনঃকল্পনার ফসল।

এটির ১ লিটার টারবো ইঞ্জিনের সর্বোচ্চ পাওয়ার আউটপুট ১০০পিএস এবং ২৪০০ থেকে ৪০০০ আরপিএমে সর্বোচ্চ টর্ক ১২ এনএম।

এতে রয়েছে ছয়টি এয়ারব্যাগ, ৬ স্পিকারসমৃদ্ধ ৮ ইঞ্চি টাচস্ক্রিন ডিসপ্লে, অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোল, স্টার্ট বা স্টপ পুশ বাটনসহ ইন্টেলিজেন্ট কি এবং এর ৪৮২ লিটার ধারণক্ষমতার ট্রাঙ্ক স্পেস।

সীমিত জায়গার মধ্যে চালানো, পার্কিং কিংবা এদিক-ওদিক ঘোরানোর ক্ষেত্রে পূর্ণাঙ্গ সমাধান দেবে এর ইন্টেলিজেন্ট মুভিং অবজেক্ট ডিটেকশান (আইএমওডি) সমৃদ্ধ ইন্টেলিজেন্ট অ্যারাউন্ড ভিউ মিরর (আইএভিএম)।

গাড়ির চারপাশে কোনো ধরনের কিছু নড়াচড়া করলে সেটারও জানান দেবে আইএমওডি প্রযুক্তি। এ মডেলে যুক্ত রয়েছে নিশানের ইন্টেলিজেন্ট মোবিলিটি প্রযুক্তি।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews