চ্যাটজিপিটিকে কিছু জিজ্ঞেস করে হতাশ হয়েছেন? চ্যাটবট আপনাকে এলোমেলো উত্তর দিয়েছে? এটা খুব সাধারণ ব্যাপার। হাল ছেড়ে দেবেন না। কারণ, আপনি এআইয়ের সঙ্গে সঠিকভাবে কথা বলতে পারেননি। তাই আপনাকে চ্যাটবট হতাশ করেছে। ওর থেকে সঠিক উত্তর পাওয়ার একটা গোপন রহস্য আছে। সেটা হলো প্রম্পট ইঞ্জিনিয়ারিং। মানে এআইয়ের সঙ্গে এমনভাবে কথা বলুন, যাতে নিখুঁত ও নির্ভুল উত্তর দেয়। বোঝার সুবিধার্তে উদাহরণ দেওয়া যাক।

এআইকে শুরতেই আপনার পেশা জানিয়ে দিন। যেমন আপনি হতে পারেন একজন সেলস মার্কেটার বা আইনজীবী। পেশা জানালে এআই আপনাকে মার্কেটিং এক্সপার্ট বা দক্ষ আইনজীবীর মতো উত্তর দিতে পারবে। তারপর উদাহরণ দিন। পরিষ্কার করে বলুন আপনি কী চান। সবশেষে কোন ফরম্যাটে উত্তর চান, সেটাও উল্লেখ করুন। যেমন বলতে পারেন, ‘আমাকে একটা টেবিল বানিয়ে দাও। টেবিলের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে ৮ ও ৩ মিটার। টেবিলের ওপর একটা ফুলদানি থাকবে সবুজ রঙের। পাশে থাকবে একটা টিউব লাইট।’ এভাবে বিস্তারিত বলুন।

মানে ভাবুন, আপনি কোনো বন্ধুকে নিজের বাড়ির ঠিকানা দিচ্ছেন। যত ভালোভাবে ঠিকানা বুঝিয়ে দিতে পারবেন, বন্ধু তত সহজে আপনার বাড়ি পৌঁছে যাবে। শুধু যদি বন্ধুকে বলেন, ‘আমার বাড়ি ঢাকা বড় মার্কেটের পাশে’, তাহলে তা খুঁজে পেতে বন্ধুর অবস্থা খারাপ হয়ে যাবে। কিন্তু যদি সড়ক ও বাসা নম্বরসহ বিস্তারিত ঠিকানা দেন, তাহলে সহজে আপনার বাসা খুঁজে পাবে। এটাও অনেকটা সে রকম। সবকিছু স্পষ্টভাবে বলে দিন, তাহলে নিজের পছন্দমতো সঠিক উত্তর পাবেন।

সহজে আরেকটি কাজ করতে পারেন। ধরুন, আপনি চ্যাটবটকে দিয়ে কোনো উত্তর লিখিয়ে নিতে চান। তাহলে জেমিনি বা গ্রকের মতো অন্য কোনো এআই দিয়ে প্রম্পট লিখে নিন। তাহলে আপনার আর বিস্তারিত না লিখলেও চলবে। অন্য একটা এআই আপনার হয়ে কাজটা করে দেবে। অবশ্য এ ধরনের প্রম্পট নিজের হাতে লেখাই ভালো। এতে দক্ষতাও বাড়বে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews