উত্তরার দিয়াবাড়ি এলাকায় গত সোমবার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর একটি এফ-৭ বিজেআই মডেলের প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। এতে গতকাল সন্ধ্যা পর্যন্ত ৩১ জন নিহত হন। দগ্ধ হয়েছেন অন্তত ২০০ জন। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পুরো বাংলাদেশে। কাল একদিনের রাষ্ট্রীয় শোক পালিত হয়। এদিন সরকারি, আধা-সরকারি, বেসরকারি অফিসসমূহে পতাকা অর্ধনমিত রাখা হয়েছিল। এরই মধ্যে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে কাল অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যকার দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ। আন্তর্জাতিক ম্যাচ হওয়াতে হয়তো ম্যাচটি স্থগিত করা সম্ভব হয়নি। তবে উত্তরা ট্র্যাজেডিতে আহত-নিহতদের স্মরণ করা হয়েছে শেরে বাংলায়। জাতীয় শোক দিবস হওয়ার কারণে এমনিতেই পতাকা অর্ধনমিত করে রাখা হয় মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে। তবে মাইলস্টোন ট্র্যাজেডিতে আহত-নিহতদের স্মরণে বাংলাদেশ-পাকিস্তান দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ শুরুর আগে কোনো জাতীয় সঙ্গীত গাওয়া হয়নি। কালো ব্যাচ ধারণ করে দু’দলের খেলোয়াড়রা মাঠে নেমে এক মিনিট নীরবতা পালন করেন। দুই দলের খেলোয়াড়দের সঙ্গে পুরো স্টেডিয়ামের দর্শকরাও দাঁড়িয়ে উত্তরা ট্র্যাজেডিতে আহত-নিহতদের স্মরণে শ্রদ্ধা জানান।
বাংলাদেশের এই কঠিন সময়ে সহমর্মিতা জানিয়েছেন পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগা। দ্বিতীয় টি-টোয়েন্টি শুরুর আগে টসের পর তিনি বলেন, ‘গতকালের (সোমবার) ঘটনা মর্মান্তিক। অত্যন্ত দুঃখজনক। আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে নিহত ও আহতদের জন্য দোয়া রইল। আমরা জাতি হিসেবে এবং পিসিবির পক্ষ থেকে তাদের পাশে আছি।’ এসময় বিমান দুর্ঘটনা নিয়ে কথা বলেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাসও। তিনি বলেন, ‘আমরা সবাই জানি, গতকাল (সোমবার) উত্তরায় একটি অনাকাঙিক্ষত ঘটনা ঘটে গেছে। এটা মেনে নেওয়া সহজ নয়। আমরা দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে আজ (গতকাল) খেলতে নামছি। আমিও একজন বাবা, আমি অনুভূতিটা বুঝি। আসলেই খুব খারাপ লাগছে। এই মুহূর্তে খুবই আবেগঘন মুহূর্ত। আমরা সবাই প্রার্থনা করছি হতাহতদের জন্য।’