চট্টগ্রাম: স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে বিশ্বব্যাপী চলমান ছাত্র আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনায় মহসিন কলেজ ছাত্রলীগের উদ্যোগে নানা কর্মসূচি পালন করা হয়েছে।  

সোমবার (৬ মে) দুপুরের দিকে হাজী মোহাম্মদ মহসিন কলেজ প্রাঙ্গণে ফিলিস্তিনের পতাকা উত্তোলন ও পথযাত্রার মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়।

সংক্ষিপ্ত সমাবেশে আনোয়ার পলাশ বলেন, ফিলিস্তিনের নীরিহ নাগরিকদের প্রতি ইসরায়েলি গণহত্যা সহ সংঘটিত সকল মানবতাবিরোধী অপরাধের প্রতিবাদ এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির লক্ষ্যে বিশ্বব্যাপী  শিক্ষার্থীসমাজ, শিক্ষক ও সচেতন নাগরিকেরা আন্দোলন করছেন। এ আন্দোলনে সংহতি প্রকাশ করেছে সারাদেশের শিক্ষার্থীদের নির্ভরতার সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ।

ছাত্রলীগ নেতা মাঈন উদ্দীন সোহেল বলেন, বিশ্ব আজ শোষক আর শোষিত এই দুভাগে বিভক্ত। ছাত্রলীগ বরাবর শোষিতের পক্ষে কাজ করে। তাই শোষিত  ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের মর্যাদা দেয়ার দাবিতে বাংলাদেশ ছাত্রলীগ ঐক্যবদ্ধ হয়ে মাঠে নেমেছে। আমরা আমাদের কেন্দ্র ঘোষিত কর্মসূচি পালনে যথেষ্ট তৎপরতার সাথে কাজ করেছি। গণমানুষের অধিকার আদায়ের অন্যতম সংগঠন ছাত্রলীগের একজন কর্মী হিসেবে অতীতের ন্যায় ফিলিস্তিনের পাশে আছি।

কলেজ ছাত্রলীগ নেতা আনোয়ার পলাশের সভাপতিত্ব ও ছাত্রনেতা মাঈন উদ্দিন সোহেলের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন মহসিন কলেজ ছাত্রলীগ নেতা সুমন শাহরিয়ার, রকিবুল শাহ রাকিব, মোহাম্মদ ফারুক ইসলাম,  নাজিম উদ্দিন,  হাবিবুর রহমান সুজন, নাজমুল হাসান বাপ্পু, সরোয়ার মির্জা, ইমাম হোসেন ইমন, নুর উদ্দিন ফয়সাল, লায়লা শিকদার লিপি, তুসমিতা আক্তার, আবির হোসাইন, জনি দাস, মোহাম্মদ তুহিন, জালাল উদ্দীন জুবায়ের, মঞ্জুর মোর্শেদ এনি, শাহাদাত বিন ইকরাম, তারিবুন চৌধুরী,  আনোয়ার হোসেন, নিয়াজ, মোহাম্মদ ফারবেজ, রাশেদ, শেখ আবদুল আজিজ, মুনতাসির, তনয় বড়ুয়া, মোহাম্মদ ইমরান,  নকীব বিন নোমান, আজম, ইউসুফ বিন রনি, মোহাম্মদ শাহারিয়ার, শিহাব, মো. লিমন  প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, মে ৬, ২০২৪

বিই/পিডি/টিসি



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews