বাংলাদেশ ক্রিকেট দলে বিশ্বকাপের আগে চোট ও অসুস্থতার হিড়িক পড়েছে। চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় তামিম ইকবাল নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে খেলছেন না। অসুস্থতাজনিত কারণে অনিয়মিত অধিনায়ক লিটন কুমার দাসও খেলছেন না এই ম্যাচে।

পেসার তাসকিন আহমেদকে কিউইদের বিপক্ষে শেষ ম্যাচে ডাকা হলে তিনিও খেলতে পারছেন না। পেটের পীড়ায় ভুগছেন তাসকিন। তার জায়গায় ফের দলে ডাক পেয়েছেন পেসার খালেদ আহমেদ।

এবার জানা গেলো পায়ের চোটের কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচে নাও খেলতে পারেন মেহেদী হাসান মিরাজ। বিকল্প হিসেবে দলে ডাকা হয়েছে আফিফ হোসেনকে।

তাসকিন ও মিরাজ নিউজিল্যান্ড সিরিজের প্রথম দুই ম্যাচে ছিলেন বিশ্রামে। তবে শেষ ম্যাচে ডাকা হয়েছিল তাসকিন ও মিরাজকে।

বিডি প্রতিদিন/নাজমুল



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews